Home / খবর / খেলা / জলপাইগুড়িতে আয়োজিত দাবা প্রতিযোগিতায় হুগলির দাপট

জলপাইগুড়িতে আয়োজিত দাবা প্রতিযোগিতায় হুগলির দাপট

জলপাইগুড়িতে আয়োজিত ফিডে রেটেড দাবা প্রতিযোগিতায় নজর কাড়ল হুগলি জেলা। মেইন বিভাগে প্রথম ও দ্বিতীয় স্থান দখল করেন হুগলির অগ্নিভ চক্রবর্তী ও রূপম মুখোপাধ্যায়। আয়োজক জেলা জলপাইগুড়ির অঙ্কিত দাস চতুর্থ স্থান অর্জন করেছেন।

অনূর্ধ্ব অষ্টম, দশম ও দ্বাদশ বিভাগে মোট ৩০ জন এবং মহিলা বিভাগে ১৮ জন অংশগ্রহণকারী পুরস্কৃত হন। উত্তরবঙ্গ বিভাগের সেরার শিরোপা জিতেছেন দার্জিলিঙের অমিয়াংশু ভাওয়াল।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *