দমদম পার্ক সর্বজনীনের পুজো। ছবি: রাজীব বসু
কোলফিল্ড টাইমস: দুর্গাপুজোর মুখে ফের সক্রিয় নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার অর্থাৎ পঞ্চমীর দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। আজই একটি গভীর নিম্নচাপ দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে স্থলভাগে প্রবেশ করবে। এর জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে।
এতেই শেষ নয়। ৩০ সেপ্টেম্বর আন্দামান সাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে ১ অক্টোবর, অর্থাৎ নবমীর দিন, মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপের কারণে নবমীর রাত থেকে দশমী পর্যন্ত বৃষ্টি বাড়তে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বহু জেলায়।
আজ সকালে কলকাতার আকাশ আংশিক পরিষ্কার থাকলেও, দুপুরের পর থেকে মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী পাঁচ থেকে সাত দিন দক্ষিণবঙ্গে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
শনিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রামে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া ও দুই ২৪ পরগনাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গেও চলছে সক্রিয় বর্ষা। আজ জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। সোমবার মালদহ ও দুই দিনাজপুরে বজ্রসহ বৃষ্টি বাড়বে। নবমী-দশমীতেও উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বজায় থাকবে।
অতএব, পুজোর ক’দিনে রোদ-বৃষ্টির লুকোচুরি চললেও নবমী-দশমীতে ভারী বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দপ্তর। তাই প্যান্ডেল হপিংয়ে ছাতা রাখাই বুদ্ধিমানের কাজ বলে পরামর্শ আবহাওয়াবিদদের।