অর্জুনপুর আমরা সবাই-এর পুজো মণ্ডপ। ছবি: রাজীব বসু
ষষ্ঠী ও সপ্তমীতে বৃষ্টির দেখা না মিললেও অষ্টমী রেহাই দেননি— কলকাতায় বেলায় বিক্ষিপ্ত বৃষ্টি নামে এবং রাত্রেও আরও বৃষ্টি হয়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নবমী ও দশমীতে শহরে বৃষ্টির পরিমাণ বেড়ে যেতে পারে, শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও একই পরিস্থিতি দেখা যেতে পারে। ফলে নবমী সারা রাত প্যান্ডেল হপিং করার পরিকল্পনা করলে সতর্ক থাকা জরুরি।
আবহাওয়া দফতর বলেছে, বর্তমানে বাংলাদেশের ওপরে একটি মেঘপুঞ্জ রয়েছে, সেটি যদি দুর্বল না হয়, তাহলে তিন থেকে চার ঘণ্টার মধ্যে পশ্চিমের দিকে সরতে পারে এবং কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি নামাতে পারে। তবে আপাতত টানা ভারী বৃষ্টির সম্ভাবনা কম—অর্থাৎ স্বল্প সময়ের তীব্র বৃষ্টি হতে পারে, কিন্তু দীর্ঘস্থায়ী মুষলধারার আভাস নেই।
প্যান্ডেল হপিং-এ বেরোনোর পরিকল্পনা থাকলে ছাতা সঙ্গে রাখার পরামর্শ দিচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। রাস্তায় বেরনোর সময় ভিড় ও জমা জলের কথা মাথায় রাখা উটিত। তবে কাউকে প্যান্ডেল ঘোরা বন্ধ করতে বলা হচ্ছে না—সতর্কতা নিয়ে ঘুরুন, ভালো করে ঠাকুর দেখুন।