কোলফিল্ড টাইমস: দিন দুই হল দক্ষিণবঙ্গে বৃষ্টি কার্যত বিরতি নিয়েছে। রোদ ঝলমলে আবহাওয়ায় ঝলসে উঠেছে আকাশ, মাঝে মাঝে মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টির দেখা নেই। ভোরের বাতাসে এখন শীতল ছোঁয়া, তাপমাত্রা নামছে ধীরে ধীরে, আর্দ্রতাও কমেছে।
আপাতত আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে রৌদ্রোজ্জ্বল দিনই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তুরে হাওয়ার প্রভাবে দিনের বেলায় হালকা গরম থাকলেও, রাতের দিকে মনোরম আবহাওয়া বিরাজ করবে।
উত্তরবঙ্গেও সমতলে রৌদ্রোজ্জ্বল দিন, সকালের দিকে হালকা কুয়াশা। পাহাড়ি এলাকায় বিকেল থেকে সকাল পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে, তবে বেলার দিকে মেঘ জমে সামান্য বৃষ্টি হতে পারে কোথাও কোথাও।
কালীপুজোর সময় রাজ্যে আবার বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি নিম্নচাপ, যার গতিপথ অন্ধ্রপ্রদেশের দিকে হলেও তার প্রভাবে কিছুটা জলীয় বাষ্প ঢুকবে বাংলার বায়ুমণ্ডলে।
ফলে ২০ থেকে ২৫ অক্টোবরের মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির আশঙ্কা নেই, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। তবে রোদও থাকবে পর্যাপ্ত।
আবহাওয়াবিদদের মতে, বর্ষা বিদায়ের পর এই ধরনের বৃষ্টির স্পেল খুবই স্বাভাবিক। এগুলো না এলে প্রকৃত অর্থে শীতের আমেজ নেমে আসে না।
আবার, কালীপুজোর সময় বৃষ্টি হলে তারও এক প্রকার ইতিবাচক দিক রয়েছে—আতশবাজির ধোঁয়া ও দূষণ অনেকটাই কমে যায়, ফলে পরিবেশও থাকে কিছুটা নির্মল।