Home / খবর / রাজ্য / এসআইআর শুরুর দিনেই পথে নামছে তৃণমূল, কলকাতায় মমতা-অভিষেকের মিছিল

এসআইআর শুরুর দিনেই পথে নামছে তৃণমূল, কলকাতায় মমতা-অভিষেকের মিছিল

কোলফিল্ড টাইমস: আগামী মঙ্গলবার, ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া। ওই দিন থেকেই বুথ স্তরের আধিকারিকরা (বিএলও) এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন। আর ঠিক সেই দিনই পথে নামছে তৃণমূল কংগ্রেস। কলকাতার বুকে এসআইআর বিরোধী মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

দলীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর দেড়টার মধ্যে কলকাতা ও লাগোয়া জেলার নেতা-কর্মীদের রেড রোডে ড. বি.আর. অম্বেডকরের মূর্তির সামনে জমায়েত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুপুর আড়াইটে নাগাদ সেখান থেকেই মিছিল শুরু হবে। অম্বেডকর মূর্তির সামনে থেকে মিছিল গিয়ে শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে।

মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা ছিল ২ নভেম্বর শহিদ মিনার ময়দানে একটি কেন্দ্রীয় সমাবেশ করার, কিন্তু জায়গা না পাওয়ায় তা পিছিয়ে যায়। তবে এসআইআর শুরুর দিনটিকে হাতছাড়া করতে রাজি নয় তৃণমূল নেতৃত্ব। ফলে ওই দিনই কলকাতায় মিছিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, একই দিন উত্তর ২৪ পরগনার আগরপাড়ায় এসআইআর সমর্থনে এবং “অনুপ্রবেশকারীদের হটানোর দাবিতে” মিছিল করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, এই আগরপাড়াতেই সম্প্রতি ‘এনআরসি আতঙ্কে’ আত্মঘাতী হন প্রদীপ কর, যার বাড়িতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এসআইআর নিয়ে সংগঠনের কর্মীদের প্রস্তুতি বাড়াতে শুক্রবার তৃণমূলের প্রায় ১৮ হাজার নেতার সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক। সেখানে তাঁর নির্দেশ, বিএলও যখনই কারও বাড়িতে যাবেন, তৃণমূলের বুথ লেভেল এজেন্ট (বিএলএ-২) যেন উপস্থিত থাকেন। অভিষেক বার্তা দিয়েছেন, “আগামী কয়েক মাস শুধুই মাঠে নেমে কাজ করতে হবে। কোনও বৈধ ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না যায়, তা নিশ্চিত করতে হবে।”

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *