উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সোনারপুর : রাখি বন্ধন মিলিয়ে দিল বাম ও ডানকে।রাজ্যের বাম নেতার হাতে রাখি পরিয়ে দিলেন তৃণমূলের বিধায়ক। শনিবার সোনারপুরের তেমাথায় দেখা গেল সৌজন্যের সেই ছবি। বঙ্গ রাজনীতি বরাবর সৌজন্যের শক্ত ভিতের উপরে দাঁড়িয়ে।শনিবার সোনারপুরের তেমাথায় পশ্চিমবঙ্গ যুবকল্যাণ দপ্তর ও সোনারপুর ব্লক প্রশাসনের উদ্যোগে রাখিবন্ধনের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন তৃনমূল কংগ্রেসের বিধায়ক অভিনেত্রী লাভলি মৈত্র। সকাল থেকেই তিনি ছোট-বড় সকলকে হাসিমুখে রাখি পরাচ্ছিলেন। সেই সময়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন বাম নেতা সুজন চক্রবর্তী।তিনি আবার লাভলির বিধানসভা এলাকার বাসিন্দা।
এই বাম নেতাকে দেখে রাখি পরাতে এগিয়ে যান তৃণমূলের বিধায়ক। আর হাসিমুখে তা গ্রহণ করেন সুজনও। উৎসবের আনন্দে অন্তরায় হয়নি রাজনৈতিক পরিচয়।রাখি পরানোর পরে লাভলি বলেন, ‘সুজনদা আমার বিধানসভা এলাকায় থাকেন, আমার থেকে বড়। আমার অভিভাবক। তাঁর আগামীদিন ভালো হোক, তিনি সুস্থ থাকুন। আমি সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই।’পাল্টা সুজন বলেন, ‘ভাইয়ের মঙ্গল কামনায় বোন রাখি পরান। আর ভাই তাঁর সুরক্ষার দায়িত্ব নেন।’ যদিও লাভলির রাখি পরানো নিয়ে আলাদা করে কোনও মন্তব্য করেননি তিনি।
এ দিকে এই সৌজন্যের রাজনীতি দেখে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ‘এটাই বাংলার সংস্কৃতি। ভিন্ন মত হলেও হৃদয়ের বন্ধন ছিন্ন হয় না।’আর এদিনের সেই সৌজন্যের ছবি উঠে এলো সোনারপুর থেকে।