গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের অস্থায় ধরনা মঞ্চ ভেঙে দিল সেনা, ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: রাজীব বসু
ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে তৃণমূলের আন্দোলন নতুন মোড় নিল সোমবার। মেয়ো রোডে তৈরি করা ‘ভাষা আন্দোলন’ মঞ্চ সেনার তরফে আচমকা খুলে দেওয়ার পর উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে সরাসরি ঘটনাস্থলে ছুটে যান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা সেনার ভূমিকার সমালোচনা না করলেও সরাসরি বিজেপির দিকে অভিযোগের আঙুল তোলেন। তাঁর দাবি, “সেনাবাহিনীর কোনও দোষ নেই। বিজেপি তাঁদের ব্যবহার করছে। আমাদের না জানিয়ে মঞ্চ খোলার কোনও কারণ ছিল না। আপত্তি থাকলে আমরা নিজেরাই তা সরিয়ে দিতাম।”
ঘটনার প্রতিবাদে মমতা ঘোষণা করেছেন, মঙ্গলবার রাজ্যের প্রতি জেলা, প্রতি ব্লক, প্রতি ওয়ার্ডে তৃণমূল নেতা-কর্মী-সমর্থকরা মিছিলে অংশ নেবেন। পাশাপাশি ধর্মতলার গান্ধীমূর্তির পাদদেশে চলতে থাকা রিলে আন্দোলনের মঞ্চ এবার সরিয়ে নিয়ে যাওয়া হবে রানি রাসমণি রোডে, যেখানে মঙ্গলবার থেকে চলবে ধারাবাহিক ধর্না।
ভিনরাজ্যে বাংলায় কথা বললে বাংলাদেশি সন্দেহে হেনস্থার অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতি তোলপাড়। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা, বোলপুর, ঝাড়গ্রাম-সহ একাধিক জেলায় মিছিল করে প্রতিবাদ জানাচ্ছেন। রাজ্য সরকার ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্প চালু করেছে, যার আওতায় ভিনরাজ্য থেকে ফেরা শ্রমিকরা এক বছর ৫ হাজার টাকা অনুদান পাবেন।

রাজনৈতিক মহলের মতে, মেয়ো রোডের ঘটনাকে হাতিয়ার করে ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলনকে আরও জোরদার করতে চাইছে তৃণমূল। মমতার সরাসরি ঘোষণা রাজ্যের প্রতিটি স্তরে প্রতিবাদ কর্মসূচি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে।