ছবি: রাজীব বসু
কলকাতায় রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে সোমবার টানটান উত্তেজনা ছড়াল। নির্ধারিত সময় অনুযায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সিইও মনোজকুমার আগরওয়ালের সঙ্গে দেখা করতে দফতরে পৌঁছাতেই উত্তেজনা তুঙ্গে ওঠে। এর আগেই সেখানে অবস্থান করছিলেন ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’-র সদস্যেরা। শুভেন্দু এবং বিজেপি প্রতিনিধি দলকে দেখা মাত্রই বিক্ষোভ শুরু করেন তাঁরা। শ্লোগান, ধাক্কাধাক্কি ও বাগ্বিতণ্ডায় মুহূর্তে অশান্ত হয়ে ওঠে এলাকা।
গত কয়েক দিন ধরেই সিইও দফতরের সামনে বিক্ষোভ চালাচ্ছে ওই কমিটি। যদিও তাদের আন্দোলনে বিএলও-দের উপস্থিতি খুবই কম দেখা গিয়েছে। সোমবার দুপুরে শুভেন্দুদের আগমনের আগে থেকেই পুলিশ ব্যারিকেড দিয়ে পুরো এলাকা ঘিরে রাখে। কিন্তু শুভেন্দু অধিকারী দফতরে ঢুকতেই বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন এবং ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন।
এই উত্তেজনার মাঝেই শুভেন্দুর নেতৃত্বে বিজেপির প্রতিনিধিদল সিইও দফতরের ভিতরে প্রবেশ করে এবং বৈঠক শুরু করে। বাইরে তখন ক্রমশ বাড়ছে বিক্ষোভ। সিইও দফতরের সামনে তৃণমূলপন্থী সংগঠনের সঙ্গে পাশাপাশি ভিড় করেন বিজেপির কর্মী-সমর্থকরাও, ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

পুলিশ আগে থেকেই মোতায়েন থাকলেও বিক্ষোভকারীদের চাপে বারবার ব্যারিকেড সরানোর চেষ্টা হয়। কমিটির সদস্যদের দাবি, তাঁদেরও দফতরের ভিতরে ঢুকতে দিতে হবে, কারণ তাঁরাও স্মারকলিপি জমা দিতে চান। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও চলতে থাকে স্লোগান। সব মিলিয়ে দুপুরজুড়ে সিইও দফতর চত্বরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে পৌঁছায়।










