Home / খবর / রাজ্য / চাকরিহারাদের পাশে শুভেন্দু, আইনি লড়াইয়ে অর্থসাহায্যের আশ্বাস

চাকরিহারাদের পাশে শুভেন্দু, আইনি লড়াইয়ে অর্থসাহায্যের আশ্বাস

দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে চাকরি হারানো শিক্ষাকর্মীরা এবার আর্জি নিয়ে পৌঁছোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে। মঙ্গলবার বিধানসভার মধ্যাহ্নভোজ বিরতির সময় পাঁচ সদস্যের এক প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাৎ করে জানায়, চাকরি বাতিলের ফলে ছয় মাস ধরে তাঁরা বেতন পাচ্ছেন না, পরিবার চরম আর্থিক সঙ্কটে।

প্রতিনিধিদের অভিযোগ ও দাবি শোনার পর শুভেন্দু তাঁদের সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দেন। পাশাপাশি আশ্বাস দেন, প্রয়োজনে বিজেপি বিধায়কেরা নিজেদের বেতন থেকে অর্থসাহায্য করবেন, যাতে তাঁদের আইনি লড়াই চালাতে সুবিধা হয়। শুভেন্দুর বক্তব্য, আমরা আপনাদের পাশে আছি, প্রয়োজনে আমাদের বেতনের চাঁদা দিয়েই আইনজীবীর খরচ মেটানো হবে।”

তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে, চাকরিহারাদের প্রতি তিনি কোনও সহানুভূতি দেখাচ্ছেন না। বরং নতুন পরীক্ষা নিয়ে ফের দুর্নীতির জাল বিস্তার করতে চাইছেন। তাঁর কথায়, জীবনকৃষ্ণ সাহা বা পার্থ চট্টোপাধ্যায়দের মতো মানুষদের দিয়ে আবার টাকা রোজগার করতে চাইবে তৃণমূল।”

প্রসঙ্গত, আদালতের নির্দেশে ইতিমধ্যেই প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। শুভেন্দুর এই উদ্যোগ সাময়িক ভরসা দিলেও সমস্যার স্থায়ী সমাধান এখনও অধরা।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *