Home / খবর / রাজ্য / এসএসসি-র দাগি অযোগ্যদের তালিকা নিয়ে অসন্তোষ সুপ্রিম কোর্টের, নতুন করে প্রকাশের নির্দেশ

এসএসসি-র দাগি অযোগ্যদের তালিকা নিয়ে অসন্তোষ সুপ্রিম কোর্টের, নতুন করে প্রকাশের নির্দেশ

কোলফিল্ড টাইমস: শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা নিয়ে ফের কড়া বার্তা সুপ্রিম কোর্টের। স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-র প্রকাশিত দাগি অযোগ্য প্রার্থীদের তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে শীর্ষ আদালত। আদালতের স্পষ্ট নির্দেশ—নতুন করে বিস্তারিত তালিকা প্রকাশ করতে হবে এসএসসি-কে।

বুধবার বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চ জানায়, কমিশনের প্রকাশিত তালিকা যথেষ্ট পরিষ্কার নয়। আদালতের পর্যবেক্ষণ—তালিকায় বিষয়ভিত্তিক ও সংরক্ষণভিত্তিক তথ্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। বিচারপতি সঞ্জয় কুমার বলেন, “বিস্তারিত তথ্য প্রকাশ করুন। কোনও গোপনীয়তা রাখবেন না। তা না হলে আবার নতুন জটিলতা তৈরি হবে, এবং কেউ না কেউ আদালতের দ্বারস্থ হবেন।”

এসএসসি-র পক্ষে আইনজীবী কপিল সিব্বল ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, প্রকাশিত তালিকায় সব নামই রয়েছে। কিন্তু আদালত জানায়, তালিকা আরও স্পষ্ট ও বিস্তারিত ভাবে প্রকাশ করতে হবে।

এসএসসি আদালতে আশ্বস্ত করেছে, নতুন নির্দেশ মেনে তারা পুনরায় সংশোধিত তালিকা প্রকাশ করবে। মামলার পরবর্তী শুনানি ২৪ নভেম্বর নির্ধারিত হয়েছে।

প্রসঙ্গত, গত অগস্টের শেষে কমিশন প্রথম দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করেছিল, যাতে অন্তত ১৮০৬ জনের নাম ছিল। আদালতের নির্দেশে, তাঁদের কেউ যাতে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে না পারেন, তা নিশ্চিত করতে অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছিল।

এর পরেই আদালতের নির্দেশ মেনে গত সেপ্টেম্বর মাসে নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়া হয়। বুধবার এসএসসি আদালতে জানিয়েছে, নভেম্বরের প্রথম সপ্তাহেই ফল প্রকাশের লক্ষ্য নিয়েছে তারা। আদালত সেই পরিকল্পনার অনুমতিও দিয়েছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *