কোলফিল্ড টাইমস: স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগে কোনও হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার দাবি জানিয়ে ‘যোগ্য’ প্রার্থীদের করা আবেদন সোমবার খারিজ করে দিল শীর্ষ আদালত।
আবেদনকারীদের দাবি ছিল, শিক্ষক নিয়োগের মতো শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রেও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হোক। তাঁদের যুক্তি, এতে নিয়োগ প্রক্রিয়া নিয়ে নিশ্চিততা আসবে। কিন্তু বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের বেঞ্চ জানায়, মূল মামলার রায় ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। সেই অবস্থায় বারবার একই বিষয় নিয়ে আদালতে আবেদন জানানো গ্রহণযোগ্য নয়।
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, “আমরা আগেই পুরো প্যানেল বাতিল করে দিয়েছি। এখন অতিরিক্ত কোনও আবেদন শুনব না।” মামলাকারী পক্ষের আইনজীবী যুক্তি দেন, শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও শিক্ষাকর্মী নিয়োগে দেরি হচ্ছে, ফলে প্রার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে আদালত সেই যুক্তি খারিজ করে দিয়ে জানায়, ভবিষ্যতে নতুন কোনও বিজ্ঞপ্তি জারি হলে হাই কোর্টে মামলা করা যেতে পারে।
উল্লেখ্য, গত এপ্রিল মাসে এসএসসির শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল। তবে সেই নির্দেশ শুধুমাত্র শিক্ষক নিয়োগের ক্ষেত্রেই কার্যকর হবে বলে জানায় আদালত।
এ দিন গ্রুপ সি ও ডি নিয়োগের ক্ষেত্রেও একই ধরনের সময়সীমা নির্ধারণের আবেদন জানানো হলেও, তা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এর ফলে শিক্ষাকর্মী নিয়োগের প্রক্রিয়া আপাতত রাজ্য প্রশাসনের হাতে রইল।