স্কুল সার্ভিস কমিশনকে (এসএসসি) কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, অযোগ্য চাকরিপ্রাপকদের নামের তালিকা সাত দিনের মধ্যে প্রকাশ করতেই হবে। বৃহস্পতিবার বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ মন্তব্য করে, “আপনাদের নিয়োগ প্রক্রিয়ার উপর আদালতের নজর আছে। প্রয়োজনে আমরা হস্তক্ষেপ করব।”
শীর্ষ আদালতের প্রশ্ন, কলকাতা হাই কোর্ট তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল। তা সত্ত্বেও কেন তা প্রকাশ করা হয়নি? প্রথমে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তালিকা প্রকাশিত হয়েছে। পরে তিনি নিজের বক্তব্য ফেরত নিয়ে আদালতের কাছে দুঃখপ্রকাশ করেন। এ নিয়েই ক্ষোভ প্রকাশ করেন বিচারপতিরা।
শেষ পর্যন্ত এসএসসি সময় চেয়ে জানায়, সাত দিনের মধ্যে তালিকা প্রকাশ করবে। আদালত সেই প্রতিশ্রুতি রেকর্ড করে জানায়, নির্ধারিত সময়ের মধ্যে তালিকা প্রকাশ না হলে মামলাকারীরা সরাসরি আদালতের দ্বারস্থ হতে পারবেন। বিচারপতি কুমারের মন্তব্য, “যোগ্য প্রার্থীদের নিয়ে কিছু বলছি না। তবে অযোগ্যদের বিরুদ্ধে আদালত নিশ্চুপ থাকবে না।”
উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের নিয়োগের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। এতে চাকরি হারিয়েছেন ২৫,৭৩৫ জন। আদালত জানিয়েছিল, যোগ্য-অযোগ্য আলাদা করা সম্ভব হয়নি বলেই পুরো প্যানেল বাতিল করতে হয়েছে। পরে ‘দাগি’ হিসাবে চিহ্নিতদের বেতন ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়।
এদিকে নতুন নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে এসএসসি। ৭ থেকে ১৪ সেপ্টেম্বর সূচি মেনেই পরীক্ষা হবে বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। দাগি নন, এমন চাকরিহারাদের পরীক্ষার সূচি স্থগিত রাখার আবেদন খারিজ করে দিয়েছে আদালত।