কোলফিল্ড টাইমস: শহর যখন মহালয়ার আনন্দে মেতে, ঠিক তখনই খাস কলকাতার চারু মার্কেট এলাকায় ঘটল গুলি চালানোর ঘটনা। রবিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ এলাকার একটি জিমে ঢুকে গুলি চালায় দুই দুষ্কৃতী। অভিযোগ, জিমের মালিককে নিশানা করে গুলি চালানো হয়েছিল, তবে ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না।
চোখে-মুখে রেইনকোট পরে জিমে ঢোকে দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, মালিকের খোঁজ করার পরই পরপর দু’ রাউন্ড গুলি চালায় তারা। গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে উপস্থিতদের মধ্যে। সেই সময় জিমে একাধিক সদস্য অনুশীলন করছিলেন। বাইক চেপে দ্রুত পালিয়ে যায় দুষ্কৃতীরা।
জিমটি একটি আবাসনের নীচতলায় অবস্থিত হওয়ায় আশপাশে প্রচুর লোকজন ছিলেন। জনবহুল এলাকায় এমন ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। মাত্র ২৮০ মিটার দূরে চারু মার্কেট থানা থাকলেও দুষ্কৃতীরা সহজে পালিয়ে যেতে সক্ষম হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। তবে ঘটনার ঘণ্টাখানেক পরও দুষ্কৃতীদের কোনও খোঁজ মেলেনি। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত শত্রুতার জেরে এই হামলা হতে পারে। তবে কীভাবে শহরের মধ্যে এভাবে অস্ত্র আসছে, সেই প্রশ্নও উঠছে স্থানীয়দের মধ্যে।