দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে রক্তাক্ত সংঘর্ষে খুন হন এক ছাত্র। শুক্রবার দুপুরে ঘটে যাওয়া ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃত ছাত্রের নাম মনীজিত যাদব।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই গোষ্ঠীর ছাত্রদের মধ্যে বচসা শুরু হয়। তর্কাতর্কি থেকে তা হাতাহাতিতে গড়ায়। সেই সময় মনীজিতকে তাঁরই এক বন্ধু ছুরি দিয়ে কোপায় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
ঘটনার তদন্তে নামে দক্ষিণেশ্বর থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অবশেষে বৃহস্পতিবার রাতে রানা সিংহ নামে এক জনকে গ্রেফতার করা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদের ওই দলটি মেট্রোয় চেপে দক্ষিণেশ্বর আসে। স্টেশন থেকে বেরনোর আগে হঠাৎই ঝামেলা বাধে। হাতাহাতির মাঝেই বের হয় ছুরি, মুহূর্তে রক্তে ভেসে যায় প্ল্যাটফর্ম। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে মেট্রোর নিরাপত্তা নিয়ে। যাত্রীরা বলছেন, ‘‘ব্যাগ তল্লাশি সঠিক ভাবে হলে কী করে ছুরি নিয়ে মেট্রোয় উঠল অভিযুক্ত?’’