Home / খবর / রাজ্য / রাজ্যের সিইও দফতরের নতুন ওয়েবসাইট চালু হল, কী ভাবে খুঁজবেন ২০০২ সালের ভোটার তালিকা

রাজ্যের সিইও দফতরের নতুন ওয়েবসাইট চালু হল, কী ভাবে খুঁজবেন ২০০২ সালের ভোটার তালিকা

কোলফিল্ড টাইমস: বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরের পুরনো ওয়েবসাইট বন্ধ হয়ে গেল। তার পরিবর্তে চালু হল নতুন ওয়েবসাইট — https://ceowestbengal.wb.gov.in/। এখান থেকেই দেখা যাবে ২০০২ সালের সম্পূর্ণ ভোটার তালিকা।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর সোমবার রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার ঘোষণা হয়। আর তার ঠিক পরদিনই অকেজো হয়ে পড়ে পুরনো ওয়েবসাইটটি, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। অনেকেই ২০০২ সালের ভোটার তালিকা দেখতে চাইলেও তা সম্ভব হচ্ছিল না।

অবশেষে নতুন ওয়েবসাইট চালু করল সিইও দফতর। সূত্রের খবর, এই ওয়েবসাইটেই ২০০২ সালের ভোটার তালিকার পাশাপাশি এসআইআর সংক্রান্ত যাবতীয় কাজকর্ম করা যাবে।

কী ভাবে দেখবেন ২০০২ সালের ভোটার তালিকা

১. প্রথমে লগ ইন করুন:  https://ceowestbengal.wb.gov.in/

২. রাজ্যের জেলা তালিকা খুলবে। আপনি বা আপনার পরিবারের সদস্য যে জেলার ভোটার ছিলেন, সেই জেলার নামের উপর ক্লিক করুন।

৩. এরপর খুলবে জেলার বিধানসভা কেন্দ্রগুলির তালিকা। সেখানে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের নাম নির্বাচন করুন।

৪. এরপর ভোটকেন্দ্র বা পোলিং স্টেশনের নাম আসবে। আপনার কেন্দ্রের নামের পাশে থাকা লিঙ্কে ক্লিক করলে খুলে যাবে ভোটার তালিকা।

তবে এখানে কিছু জায়গায় একাধিক বুথ থাকতে পারে। উদাহরণস্বরূপ, একটি বড় স্কুলে নীচের তলা, উপরতলা মিলিয়ে চার-পাঁচটি বুথ থাকে। তাই ২০০২ সালের বুথ নম্বর বা পার্ট নম্বর মনে থাকলে সরাসরি তালিকা পাওয়া সহজ হবে। না থাকলে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের সব কক্ষের তালিকা একে একে মিলিয়ে দেখতে হবে।

নতুন এই ওয়েবসাইট চালুর ফলে সাধারণ মানুষের জন্য ভোটার তালিকা দেখা আরও সহজ হবে বলে আশা নির্বাচন কমিশনের।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *