কোলফিল্ড টাইমস: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অনামিকা মণ্ডলের মৃত্যুর ঘটনায় এবার খুনের মামলা রুজু করল পুলিশ। সোমবার সকালে প্রথমে লালবাজারে গিয়ে তদন্তকারী ও হোমিসাইড বিভাগের আধিকারিকদের সঙ্গে কথা বলেন অনামিকার বাবা-মা। তার পর যাদবপুর থানায় গিয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন তাঁরা। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু করেছে পুলিশ।
গত ১১ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের কাছে একটি পুকুর থেকে উদ্ধার হয় উত্তর ২৪ পরগনার নিমতার বাসিন্দা অনামিকার দেহ। প্রাথমিক ময়নাতদন্তে জানা গিয়েছে, জলে ডুবেই তাঁর মৃত্যু হয়েছে। তবে তিনি দুর্ঘটনাবশত জলে পড়েছিলেন, না কি কাউকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল, না কি আত্মহত্যা— এই নিয়ে ধোঁয়াশা কাটছে না।
অনামিকার পরিবার স্পষ্ট জানিয়েছে, আত্মহত্যার তত্ত্ব তাঁরা মানতে নারাজ। মৃতার বাবার অভিযোগ, “ওকে নিশ্চয়ই কেউ কোনও প্রস্তাব দিয়েছিল। যাতে রাজি না হওয়ায় ধাক্কা দিয়ে জলে ফেলে দিয়েছে। ও একা অন্ধকারে ঝিলপাড়ে যাবে, আমার বিশ্বাসই হচ্ছে না।”
এদিকে, অনামিকার মৃত্যুর রহস্য উদঘাটনে ভিসেরা রিপোর্টের অপেক্ষায় পুলিশ। ওই রিপোর্টে স্পষ্ট হবে, মৃত্যুর আগে তিনি মদ্যপ ছিলেন কি না।