Home / খবর / রাজ্য / ওবিসি জটে স্থগিত ডাক্তারিতে ভর্তির কাউন্সেলিং, অনিশ্চয়তায় ১১ হাজার পড়ুয়া

ওবিসি জটে স্থগিত ডাক্তারিতে ভর্তির কাউন্সেলিং, অনিশ্চয়তায় ১১ হাজার পড়ুয়া

screenshot 20250819 122314~2

রাজ্যে এমবিবিএস ও ডেন্টাল কোর্সের কাউন্সেলিং প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছে স্বাস্থ্য দফতর। সোমবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, জটিলতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সপ্তাহ দেড়েক আগে শুরু হয়েছিল ভর্তি প্রক্রিয়া। পছন্দের কলেজ বাছাইয়ের কাজ রবিবার রাতেই শেষ হয়। এর ভিত্তিতে বুধবার (২০ আগস্ট) ফলপ্রকাশের কথা থাকলেও তা আপাতত হচ্ছে না। ফলে রাজ্যের ৫ হাজারেরও বেশি আসনের বিপরীতে কাউন্সেলিংয়ে যোগ্য বিবেচিত ১১ হাজার পড়ুয়া আপাতত অনিশ্চয়তার মুখে।

screenshot 20250819 122554~2

চিকিৎসক মহলের একাংশ আশঙ্কা প্রকাশ করে বলছেন, ভর্তি বিলম্বিত হওয়ায় পড়ুয়ারা হতাশ হচ্ছেন। এতে শিক্ষাক্ষেত্রে অস্থিরতা তৈরি হবে। ভবিষ্যতে ইন্টার্নশিপ ও চাকরির ক্ষেত্রেও সমস্যা দেখা দেবে। শুধু তাই নয়, আসন ফাঁকা থাকলে দুর্নীতির সুযোগও বাড়বে।

স্বাস্থ্য দফতরের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের মেডিক্যাল পড়ুয়ারা দেশের অন্যান্য রাজ্যের তুলনায় পিছিয়ে পড়তে পারেন বলেও মনে করছে শিক্ষামহল।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *