Home / খবর / রাজ্য / নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে আর প্রার্থী হবেন না মমতা! চর্চায় উঠে এল নতুন নাম

নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে আর প্রার্থী হবেন না মমতা! চর্চায় উঠে এল নতুন নাম

২০২৬ সালের বিধানসভা ভোটে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী করতে তৃণমূল রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম ভাবছে বলে শাসকদল সূত্রে খবর। দলীয় শীর্ষস্তরে এই নিয়ে আলোচনা চলছে এবং সেই ভাবনার কথা রাজীবের কাছেও পৌঁছে দেওয়া হয়েছে বলে দাবি। তবে এ বিষয়ে তাঁকে কিছু জানানো হয়নি বলেই দাবি করেছেন রাজীব। তাঁর কথায়, ‘‘আমাকে কেউ কিছু বলেননি। জানিও না। এই প্রথম শুনলাম।’’

সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে প্রতিটি জেলার বিধানসভা কেন্দ্র নিয়ে বৈঠক করছেন। সব কটি বৈঠক শেষ হবে ১২ সেপ্টেম্বরের মধ্যে। আলাদা গুরুত্ব দিয়ে নন্দীগ্রামের জন্য রাখা হয়েছে আলাদা দিন। ওই বৈঠক হবে ১৩ থেকে ১৬ সেপ্টেম্বরের মধ্যে। সেখান থেকেই সম্ভাব্য প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার ইঙ্গিত। সেই আলোচনাতেই এসেছে রাজীবের নাম।

রাজীবকে নন্দীগ্রামে দাঁড় করানোর সম্ভাবনা তৈরি হওয়ায় জোর জল্পনা শুরু হয়েছে যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর নন্দীগ্রাম থেকে লড়বেন না। ২০২১ সালে শুভেন্দুর বিরুদ্ধে সেখানেই প্রার্থী হয়েছিলেন তিনি। যদিও অল্প ভোটে হেরে গিয়েছিলেন। সেই ভোট নিয়ে মামলা এখনও বিচারাধীন।

রাজীব বন্দ্যোপাধ্যায় ২০২১ সালের ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং ডোমজুড় থেকে প্রার্থী হয়েও হেরে যান। পরে আবার তৃণমূলে ফিরে আসেন এবং ত্রিপুরার দায়িত্ব পান। বর্তমানে তিনি হাওড়া জেলা পরিষদের মেন্টর পদে রয়েছেন।

ঘটনাচক্রে, শুভেন্দুর ডাকে বিজেপিতে গিয়েছিলেন রাজীব। পাঁচ বছর পর সেই শুভেন্দুর বিরুদ্ধেই তাঁকে প্রার্থী করার চিন্তাভাবনা শুরু করেছে তৃণমূল। তবে রাজীব এ বিষয়ে সরাসরি কিছু না বলে শুধু জানিয়েছেন, ‘‘নন্দীগ্রামে দাঁড়ানোর খবর পুরোটাই রটনা। আগামী দিনে দেখতে পাবেন আমি কোথায় দাঁড়াই।’’

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *