Home / খবর / রাজ্য / জিএসটি ইস্যুতে প্রধানমন্ত্রীকে নাম না করে তীব্র আক্রমণ মমতার

জিএসটি ইস্যুতে প্রধানমন্ত্রীকে নাম না করে তীব্র আক্রমণ মমতার

মহালয়ার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার একাধিক পুজো মণ্ডপ উদ্বোধনের মঞ্চ থেকেই কেন্দ্রীয় সরকারের নতুন জিএসটি নীতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নাম না করে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রধানমন্ত্রী রবিবার জাতির উদ্দেশে ভাষণে জিএসটি সংস্কারকে দেশের মানুষের ‘সাশ্রয় উৎসব’ বলে উল্লেখ করেন। তিনি জানান, সোমবার থেকে অনেক নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমবে, সঞ্চয় বাড়বে।

কিন্তু তার কিছু পরেই ৯৫ পল্লীর মঞ্চ থেকে মমতা পাল্টা বলেন, “জিরেতে ট্যাক্স, হিরেতে মুক্ত! মানুষের কষ্ট আমি বুঝি। জিএসটি হ্রাসের ক্রেডিট যাঁরা ভাষণ দিচ্ছেন তাঁদের নয়, রাজ্যের।” তিনি দাবি করেন, এর ফলে বাংলার রাজস্ব ক্ষতি প্রায় ২০ হাজার কোটি টাকা হলেও, সেই দায়ভার রাজ্যই নিচ্ছে।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, কেন্দ্র রাজ্যের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে। “১০০ দিনের কাজ থেকে শুরু করে রাস্তা, জল, সর্বশিক্ষা অভিযানের টাকা—সব বন্ধ। বাংলায় সামান্য ঘটনায় কমিটি পাঠানো হয়, অথচ উত্তরপ্রদেশ-বিহারে কিছু হলে কেন্দ্র চোখে দেখে না,” মন্তব্য করেন তিনি।

মমতা আরও বলেন, “স্বাস্থ্যসাথীর ইন্সিওরেন্সে মানুষের এক টাকাও খরচ হয় না। সবটা রাজ্য বহন করছে। কাটছে টাকা আমাদের, প্রচার হচ্ছে ওনাদের।”

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *