কোলফিল্ড টাইমস: ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে বিধানসভায় প্রবেশ করা যায় না— কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার সাম্প্রতিক পর্যবেক্ষণে তা স্পষ্ট হয়েছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা মামলার শুনানিতেই এমন মন্তব্য করেছিলেন বিচারপতি। আর সেই রায় প্রকাশের ক’দিন পরই নতুন মোড় নিল বিষয়টি। এবার স্পিকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করলেন শুভেন্দু।
শুভেন্দুর অভিযোগ, বিধানসভার নিয়ম সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তারক্ষী নিয়ে বিধানসভায় প্রবেশ করেছেন। ফলে আদালতের নির্দেশ কার্যত অমান্য করেছেন স্পিকার। মামলাকারীর আইনজীবীর বক্তব্য, “স্পিকার আগেই জানিয়েছিলেন বিধানসভায় কোনও বিধায়কের নিরাপত্তারক্ষীর প্রবেশের অধিকার নেই। তবু মুখ্যমন্ত্রী নিরাপত্তারক্ষী নিয়ে ঢুকেছেন।”
মামলাকারীর তরফে আদালতের কাছে আবেদন করা হয়েছে বিধানসভার সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেওয়ার জন্য। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে শুভেন্দু অভিযোগ করেছিলেন, তৃণমূল বিধায়করা ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে বিধানসভায় প্রবেশ করেন, অথচ বিজেপি বিধায়কদের কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের ভিতরে ঢুকতে দেওয়া হয় না। তাঁদের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। যদিও হাইকোর্ট সেসময় হস্তক্ষেপ না করে বলেছিল, বিধানসভার নিয়ম অনুযায়ী নোটিস বহাল থাকবে। পাশাপাশি বিচারপতির পর্যবেক্ষণ ছিল, সব দলের বিধায়কের ক্ষেত্রে সমানভাবে সেই নিয়ম প্রযোজ্য করতে হবে।