Home / খবর / রাজ্য / তৃণমূলে ‘ঘরওয়াপসি’, রাজনীতিতে নতুন ইনিংস শুরু শোভন চট্টোপাধ্যায়ের

তৃণমূলে ‘ঘরওয়াপসি’, রাজনীতিতে নতুন ইনিংস শুরু শোভন চট্টোপাধ্যায়ের

ছবি: রাজীব বসু

কোলফিল্ড টাইমস: অবশেষে জল্পনার অবসান। তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার তৃণমূল ভবনে তাঁর ‘ঘরওয়াপসি’ সম্পন্ন হয়। দলে তাঁকে স্বাগত জানান তৃণমূলের প্রবীণ নেতা সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাস।

গত মাসেই শোভন চট্টোপাধ্যায়কে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির (এনকেডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়েছিল। তখনই রাজনৈতিক মহলে জোর গুঞ্জন উঠেছিল যে, তাঁর তৃণমূলে ফেরার পথ প্রশস্ত হচ্ছে। অবশেষে সেই জল্পনাই সত্যি হল।

শোভন বলেন, “আমার উপরে যে দায়িত্বই দেওয়া হবে, আমি তা নিষ্ঠার সঙ্গে পালন করব। এনকেডিএ-র দায়িত্ব পেয়েছি, সেখানেও আমি সর্বোচ্চ চেষ্টা করব। এই ঘরকে আরও শক্তিশালী করতে সর্বশক্তি নিয়োগ করব।”

তৃণমূল ভবন থেকে বেরিয়ে শোভন ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় কালীঘাটে গিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন।

২০১৭ সাল থেকেই তৃণমূলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে শুরু করে। মেয়র, মন্ত্রীসহ একাধিক পদ ছাড়ার পর ২০১৯ সালের ১৪ আগস্ট বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেন শোভন চট্টোপাধ্যায়। মুকুল রায়ের উপস্থিতিতেই তিনি গেরুয়া শিবিরে নাম লেখান।

তবে বিজেপিতে যোগ দেওয়ার পর খুব একটা সক্রিয় ভূমিকা নেননি তিনি। ২০২১ সালের নির্বাচনে তাঁকে টিকিটও দেয়নি দল। এরপরেই তিনি বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন।

দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে থাকলেও তৃণমূলে ফেরার ইচ্ছার কথা কখনও অস্বীকার করেননি শোভন। ২০২২ সালে ভাইফোঁটার সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে উপস্থিত হয়েছিলেন তিনি ও বৈশাখী। গত তিন বছর সেই পরম্পরা বজায় ছিল। সম্প্রতি উত্তরবঙ্গে মমতার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর থেকেই তাঁর ‘ঘরে ফেরার’ জল্পনা তুঙ্গে ওঠে। অবশেষে সেই জল্পনাই সত্যি হল — রাজনীতিতে শোভন চট্টোপাধ্যায়ের নতুন ইনিংসের সূচনা তৃণমূল থেকেই।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *