ছবি: রাজীব বসু
কোলফিল্ড টাইমস: ৭৬ বছরে পা দিল ঢাকুরিয়া শহিদ নগর সর্বজনীন দুর্গাপুজো। এ বছর মণ্ডপ সাজানো হয়েছে নেপালের এক প্রাচীন মন্দিরের আদলে। প্রতিবারের মতোই প্রতিমা থাকছে সাবেকি রূপে।

শুধু পুজো নয়, পাড়ার এই মণ্ডপ কেন্দ্র করে জমে ওঠে বাসিন্দাদের আড্ডা, ছোটদের বসে আঁকা প্রতিযোগিতা, নাটক মঞ্চায়ন।

সঙ্গে থাকে ভোগ বিতরণ, দুস্থদের জামাকাপড় প্রদান এবং নানা সেবামূলক কর্মসূচি।