ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর শুরু হওয়ার আগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে দু’জন নতুন আইএএস অফিসারকে নিয়োগ করা হয়েছে।
কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১১ সালের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার অরুণ প্রসাদ-কে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক হিসাবে এবং ২০১৩ সালের ব্যাচের আইএএস অফিসার হরিশঙ্কর পানিকর-কে যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক হিসাবে নিয়োগ করা হয়েছে।
অরুণ প্রসাদ এর আগে নদিয়ার জেলাশাসক পদে ছিলেন, আর হরিশঙ্কর পানিকর রাজ্য সরকারের অর্থ দফতরে বিশেষ সচিব পদে কর্মরত ছিলেন।
কমিশন সূত্রে খবর, বর্তমানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে তিনজন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক এবং দু’জন যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক রয়েছেন। তাঁদের মধ্যে এক জন যুগ্ম আধিকারিকের শিগগিরই বদলির সম্ভাবনা থাকায় নতুন অফিসারকে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি, উপ মুখ্য নির্বাচনী আধিকারিক পদে নিয়োগের জন্য নতুন প্যানেলও চাওয়া হয়েছে।
আগামী মাস থেকেই রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার কাজ শুরু হওয়ার কথা। নতুন নিয়োগের মাধ্যমে কমিশন এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় প্রশাসনিক জোর বাড়াতে চাইছে বলে ধারণা ওয়াকিবহাল মহলের।