ছবি: রাজীব বসু
দুর্গাপুজোর আনন্দের আবেশ কাটতে না কাটতেই ফের উৎসবমুখর বাংলা। কালীপুজো ও দীপাবলির রঙে সেজে উঠছে শহর কলকাতা।

গিরিশ পার্কে পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী
আলোর উৎসবের সূচনা হচ্ছে আজ, শুক্রবার থেকেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকেল থেকে শহরের একাধিক কালীপুজোর উদ্বোধন করলেন।

জানবাজারে কালীপুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী
তাঁর আজকের কর্মসূচিতে ছিল গিরিশ পার্ক, জানবাজার, পার্ক স্ট্রিট ও দক্ষিণ কলকাতার একাধিক পুজো মণ্ডপ।

সেক্সপিয়ার সরণীর অল ইউথ ফ্রেন্ডসের পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী
প্রতিবারের মতো এ বছরও মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে উৎসবের আমেজে ভরে উঠবে শহর। কলকাতার বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই সাজসজ্জায় মেতেছেন পুজো উদ্যোক্তারা।










