কোলফিল্ড টাইমস: ফের অসুস্থ হয়ে পড়লেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তাঁকে তড়িঘড়ি ভর্তি করা হয় আনন্দপুর ফর্টিস হাসপাতালে। চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষায় ধরা পড়েছে, তিনি মাইল্ড ইস্কিমিক ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। বর্তমানে নিউরোলজিস্ট ডক্টর অমিত হালদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রাতে অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে আনা হয়। সিটি স্ক্যান রিপোর্টে মাইল্ড ব্রেন স্ট্রোক ধরা পড়ে। যদিও চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং আপাতত বিপদের কিছু নেই। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামী তিন দিন তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।
চিকিৎসক দলের মতে, স্নায়ুর উপর অতিরিক্ত চাপের ফলেই এই সমস্যা দেখা দিয়েছে। ওষুধের মাধ্যমেই চিকিৎসা চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আপাতত তাঁকে ক্রিটিকাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে।
প্রসঙ্গত, এর আগেও অগ্নিমিত্রা পাল বুকে সংক্রমণ নিয়ে একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিছুদিন চিকিৎসার পর ফুসফুসের সংক্রমণ কমায় তাঁকে ছুটি দেওয়া হয়েছিল। কিন্তু ফের বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়ায় আবারও তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়।