Home / খবর / দেশ / এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাবের অভিযোগ, বিহারের ভোটার তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি আজ

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাবের অভিযোগ, বিহারের ভোটার তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি আজ

screenshot 20250814 142714~2

বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া ঘিরে দায়ের হওয়া একগুচ্ছ আবেদন নিয়ে সোমবার শুনানি হবে সুপ্রিম কোর্টে। বিচারপতি সুর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এই মামলার শুনানি চলবে। রাজনৈতিক দল এবং একাধিক সংগঠন এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাবের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিল।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, খসড়া ভোটার তালিকার ৭ কোটি ২৪ লাখ নামের মধ্যে ৯৯.৫ শতাংশ ভোটারই ইতিমধ্যেই প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন। কমিশন আরও জানায়, ১ সেপ্টেম্বর নির্ধারিত শেষ তারিখ হলেও, সেই সময়ের পরেও নতুন আবেদন ও দাবি-আপত্তি গ্রহণ করা হবে।

এর আগে, গত ২২ আগস্ট সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছিল, ভোটার তালিকা থেকে বাদ পড়া মানুষরা শুধু সশরীরে নয়, অনলাইনেও আবেদন করতে পারবেন। একই সঙ্গে আদালত মন্তব্য করেছিল, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলির মধ্যে ‘অবিশ্বাসের বাতাবরণ’ তৈরি হওয়া দুর্ভাগ্যজনক।

ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির সময়সীমা বাড়ানো হলে চূড়ান্ত তালিকা প্রকাশের নির্ধারিত সূচি ব্যাহত হতে পারে বলে কমিশন আশঙ্কা প্রকাশ করেছিল। তবে কমিশনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত দাবি-আপত্তি গ্রহণ করা হবে এবং তার ভিত্তিতেই চূড়ান্ত তালিকা তৈরি হবে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *