Home / খবর / দেশ / এসআইআর-এ বেআইনি কিছু ধরা পড়লেই পুরো প্রক্রিয়া বাতিল, জানাল সুপ্রিম কোর্ট

এসআইআর-এ বেআইনি কিছু ধরা পড়লেই পুরো প্রক্রিয়া বাতিল, জানাল সুপ্রিম কোর্ট

Supreme-Court aadhaar

কোলফিল্ড টাইমস: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কোনও বেআইনি পদ্ধতির ব্যবহার ধরা পড়লেই গোটা প্রক্রিয়াই বাতিল করে দেওয়া হবে— সোমবার এমনই জানাল সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে, এই মামলার চূড়ান্ত রায় শুধু বিহারের জন্য নয়, দেশব্যাপী এসআইআর-এর ক্ষেত্রেই কার্যকর হবে।

গত শুনানিতে শীর্ষ আদালত জানিয়েছিল, এসআইআর চলাকালীন ব্যক্তি পরিচয়ের প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ড ব্যবহার করতে হবে। তবে সেই নির্দেশ পুনর্বিবেচনার আবেদন ওঠে সোমবার। আদালত জানায়, এখনই নির্দেশ পরিবর্তন করা হবে না।

আদালত জানিয়েছে, ৭ অক্টোবর মামলার চূড়ান্ত শুনানি হবে। মামলাকারীরা চেয়েছিলেন ১ অক্টোবরের আগে শুনানি হোক, কারণ সেদিনই বিহারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা। কিন্তু দশেরা ছুটির কারণে আদালত সেই আর্জি মঞ্জুর করেনি। বেঞ্চ স্পষ্ট করেছে, চূড়ান্ত তালিকা প্রকাশ হোক বা না হোক, কোনও অনিয়ম ধরা পড়লে গোটা প্রক্রিয়াই বাতিল হয়ে যাবে।

আদালতের আগের নির্দেশ অনুযায়ী, আপাতত শুধুমাত্র বিহারে এসআইআরে আধার কার্ড ব্যবহার করা যাবে। তবে আদালত এ-ও স্পষ্ট করেছে, আধার নাগরিকত্বের প্রমাণ নয়। শুধুমাত্র ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্যই তা ব্যবহার করা যেতে পারে।

সোমবার শুনানিতে আইনজীবী অশ্বিনী উপাধ্যায় যুক্তি দেন, আধার কেবল একটি পরিচয়পত্র, এতে নাগরিকত্ব, বয়স বা ঠিকানার প্রমাণ থাকে না। তাঁর দাবি, বিদেশি নাগরিকদের কাছেও আধার থাকতে পারে, তাই এটিকে এসআইআর-এর প্রামাণ্য নথি হিসেবে গণ্য করা ঠিক হবে না। তিনি সতর্ক করেন, এতে বড়সড় বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে বিচারপতি বাগচী মন্তব্য করেন, “বিপর্যয় হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।”

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *