মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত মামলার শুনানি আবারও পিছল সুপ্রিম কোর্টে। সাংবিধানিক বেঞ্চে অন্য মামলায় ব্যস্ত থাকায় রাজ্যের আইনজীবীদের আবেদনে শুনানি স্থগিত করেছে শীর্ষ আদালত। রাজ্যের অন্যতম আইনজীবী কপিল সিব্বল জানান, ১০ সেপ্টেম্বরের পর শুনানি করার আর্জি জানানো হয়েছিল এবং আদালত তা মঞ্জুর করেছে। তবে সেপ্টেম্বরের কবে শুনানি হবে, তা এখনও নির্দিষ্ট হয়নি।
রাজ্যকে আগেই বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ছ’সপ্তাহ সময় দেওয়া হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থ মেটাতে পারেনি রাজ্য। বরং আরও ছ’মাস সময় চেয়ে আবেদন জানায়। এর পর গত ৪ থেকে ৭ অগস্ট প্রতিদিনই শুনানি হয় এবং ১২ অগস্টও শুনানি পিছিয়ে যায়।
২০১৬ সালে শুরু হওয়া মামলাটি হাই কোর্ট হয়ে সুপ্রিম কোর্টে গড়িয়েছে। ২০২২ সালে কলকাতা হাই কোর্ট সরকারি কর্মীদের পক্ষে রায় দিয়ে জানিয়েছিল, কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া কর্মীদের অধিকার। রাজ্য সেই রায়কে চ্যালেঞ্জ করেছে। রাজ্যের দাবি, ডিএ মৌলিক অধিকার নয় এবং কেন্দ্র-রাজ্যের আর্থিক পরিকাঠামো এক নয়। অন্যদিকে মামলাকারী পক্ষের যুক্তি, নির্দিষ্ট সময় অন্তর ডিএ দেওয়া সরকারের দায়িত্ব, খেয়ালখুশি মতো নয়।