এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট জানাল, কেউ যদি দাবি করেন তিনি ‘দাগি বা চিহ্নিত অযোগ্য’ নন এবং তার সপক্ষে প্রমাণ দেখাতে পারেন, তবে বিষয়টি বিবেচনা করতে হবে কলকাতা হাই কোর্টকে। সোমবার বিচারপতি সঞ্জয় কুমার ও অরবিন্দ কুমারের ডিভিশন বেঞ্চ সোনালি দাস নামে এক চাকরিপ্রার্থীর আর্জি খারিজ করে এই মন্তব্য করে।
২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পেয়েছিলেন সোনালি। কিন্তু পরে সিবিআইয়ের তদন্তে ৯৫২ জনের ‘ওএমআর শিট’ নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে এবং সেই তালিকায় তাঁর নামও আসে। ফলে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ হারান তিনি। সুপ্রিম কোর্টে আবেদন করে সোনালি জানান, তিনি আসলে যোগ্য প্রার্থী, এসএসসির ভুলের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
তবে শীর্ষ আদালত তাঁর মামলা খারিজ করে স্পষ্ট জানিয়ে দিয়েছে, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার হাই কোর্টেরই। পাশাপাশি, মামলার দ্রুত নিষ্পত্তির জন্য হাই কোর্টকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।