ছত্তীসগঢ়ের বিজাপুর জেলায় মাওবাদীদের পুঁতে রাখা বিস্ফোরণে মৃত্যু হল নিরাপত্তাবাহিনীর এক জওয়ানের। সোমবার সকালে ভোপালপট্টনমের কাছে ইন্দ্রাবতী জাতীয় উদ্যানের জঙ্গলে টহল দেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। আহত হয়েছেন আরও তিন জওয়ান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, টহলের সময় অসাবধানতাবশত এক জওয়ান আইইডি-তে পা দিতেই বিস্ফোরণ ঘটে। গুরুতর জখম দীনেশ নাগ নামে এক ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) কর্মীর মৃত্যু হয়। অন্য আহত জওয়ানদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের অবস্থার আপাতত স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।