কোলফিল্ড টাইমস: আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের আগে বড় ধাক্কা খেল আরজেডি। সোমবারআইআরসিটিসি দুর্নীতি মামলায় আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে দুর্নীতি, অপরাধমূলক ষড়যন্ত্র ও প্রতারণার চার্জ গঠন করেছে দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট। একই মামলায় তাঁর স্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী এবং ছেলে তেজস্বী যাদবের বিরুদ্ধেও একাধিক অভিযোগ আনা হয়েছে।
এই মামলায় মোট ১৪ জন অভিযুক্ত। অভিযোগ, রেলমন্ত্রী থাকাকালীন আইআরসিটিসির দুটি হোটেলের রক্ষণাবেক্ষণের চুক্তি দেওয়ার ক্ষেত্রে ব্যাপক অনিয়ম করা হয়েছিল। আদালত লালু যাদবের বিরুদ্ধে দুর্নীতি, ষড়যন্ত্র ও প্রতারণার অভিযোগ গঠন করেছে, আর রাবড়ি দেবী ও তেজস্বীর বিরুদ্ধে ষড়যন্ত্র ও প্রতারণাসহ একাধিক অপরাধের অভিযোগ গঠিত হয়েছে।
সব অভিযুক্তই আদালতে নিজেদের নির্দোষ দাবি করেছেন, ফলে মামলাটি এখন বিচারাধীন রয়েছে।
সিবিআই-এর অভিযোগ, কেন্দ্রীয় রেলমন্ত্রী থাকাকালীন লালু যাদব ও তাঁর পরিবারের সদস্যরা ঘুষ হিসেবে মূল্যবান জমি গ্রহণ করেছিলেন, যার বিনিময়ে বেসরকারি সংস্থাকে আইআরসিটিসির হোটেলের রক্ষণাবেক্ষণের চুক্তি দেওয়া হয়।
তদন্তে দাবি করা হয়েছে, ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে রেলমন্ত্রী পদে থাকার সময় লালু যাদব রাঁচি ও পুরীর দুটি আইআরসিটিসি হোটেলের লিজ চুক্তি ‘সুজাতা হোটেলস’ নামে একটি সংস্থাকে দেন, যেখানে টেন্ডার প্রক্রিয়া ছিল জালিয়াতিমূলক। বিনিময়ে, কোটি টাকার জমি লালু যাদবের স্ত্রী রাবড়ি দেবী ও পুত্র তেজস্বীর সঙ্গে যুক্ত একটি সংস্থার নামে হস্তান্তর করা হয়, বাজারমূল্যের তুলনায় অনেক কম দামে।
লালু যাদব ও তাঁর পরিবার এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, “এই মামলার কোনও প্রমাণ নেই, এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”