Home / খবর / দেশ / চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড, রাজস্থানে আগুনে পুড়ে মৃত ২০ যাত্রী, আহত অন্তত ১৬

চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড, রাজস্থানে আগুনে পুড়ে মৃত ২০ যাত্রী, আহত অন্তত ১৬

রাজস্থানের জয়সেলমেরে একটি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল ২০ জন যাত্রীর। মঙ্গলবার বিকেলে চলন্ত বাসে আগুন লাগার এই ঘটনায় অন্তত ১৬ জন গুরুতরভাবে আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৫৭ জন যাত্রী নিয়ে বেসরকারি বাসটি বিকেল ৩টের সময় জয়সেলমের থেকে যোধপুরের উদ্দেশে রওনা দিয়েছিল। জয়সেলমের–যোধপুর হাইওয়েতে হঠাৎ বাসের পিছন দিক থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। চালক সঙ্গে সঙ্গে বাস থামালেও, ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে পুরো গাড়িতে। মুহূর্তের মধ্যে আগুনে ঘিরে ফেলে যাত্রীদের। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগালেও অনেকেই বেরোতে পারেননি।

বিজেপি বিধায়ক পোকরান পুরী জানিয়েছেন, ঘটনাস্থলেই ১৯ জন যাত্রীর মৃত্যু হয় এবং আরও এক জন হাসপাতালে যাওয়ার পথে মারা যান। আহতদের যোধপুরে স্থানান্তরিত করা হয়েছে।

মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা হাসপাতাল গিয়ে আহতদের অবস্থা খোঁজ নেন এবং চিকিৎসায় কোনও ত্রুটি না রাখার নির্দেশ দেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শর্টসার্কিট থেকেই বাসে আগুন লাগে। মাত্র পাঁচ দিন আগে বাসটি কেনা হয়েছিল বলে জানা গিয়েছে।

দুর্ঘটনায় শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *