দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার পরেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে কলকাতায়। শহরের সমস্ত থানাকে সতর্ক করেছে লালবাজার। বিশেষ করে মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, কলকাতা মেট্রোতেও নিরাপত্তা ব্যবস্থা শক্ত করা হয়েছে। একই সঙ্গে নাকা চেকিং ও পেট্রোলিং বাড়ানোর নির্দেশ দিয়েছে পুলিশ।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, কলকাতায় প্রবেশ ও প্রস্থান পথগুলিতে কড়া নজরদারি চলছে। প্রতিটি গাড়ি ও যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। শুধু কলকাতা নয়, রাজ্যের সমস্ত জেলার পুলিশ সুপার ও থানাগুলিকেও সতর্ক থাকার নির্দেশ পাঠানো হয়েছে।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ দিল্লির লালকেল্লার সামনে পরপর তিনটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। দিল্লি পুলিশের দাবি, সিগন্যালে ধীরে আসা একটি হুন্ডাই আই২০ গাড়িতেই প্রথম বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের অভিঘাতে আশপাশের অন্তত ২২টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে, আহত আরও বহুজন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিস্ফোরণস্থলের কাছেই ছিল জৈন মন্দির ও উমাশঙ্কর মন্দির। তদন্তকারীদের অনুমান, মন্দির দুটি হামলাকারীদের নিশানায় ছিল। ঘটনার পরই দিল্লি, মুম্বই, লখনউ, কলকাতা— দেশের সমস্ত বড় শহরেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
কলকাতা পুলিশ জানিয়েছে, শহরে নিরাপত্তায় কোনও খামতি রাখা হবে না। মেট্রো স্টেশন, শপিং মল, রেলস্টেশন ও বিমানবন্দরে নজরদারি আরও বাড়ানো হয়েছে।










