উপরাষ্ট্রপতি নির্বাচনে ইন্ডিয়া জোট মনোনয়ন করল সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে। মঙ্গলবার দুপুরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে তাঁর নাম ঘোষণা করেন।
সোমবার খড়্গের বাসভবনে বিরোধী শিবিরের বৈঠকের পর মঙ্গলবার ফের বৈঠকে সর্বসম্মতভাবে রেড্ডির নাম চূড়ান্ত হয়। খড়্গে বলেন, ‘‘প্রাক্তন বিচারপতি রেড্ডি দেশের অন্যতম বিশিষ্ট আইনবিদ। বিচারপতি হিসাবে তিনি সব সময় দরিদ্র ও প্রান্তিক মানুষের পক্ষে দাঁড়িয়েছেন এবং সংবিধান ও মৌলিক অধিকার রক্ষা করেছেন।’’
এর আগে রবিবার এনডিএ প্রার্থী হিসাবে তামিলনাড়ুর বর্ষীয়ান বিজেপি নেতা ও মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের নাম ঘোষণা করেছিল। তাঁকে সামনে রেখে দক্ষিণ ভারতে নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে পদ্মশিবির। পাল্টা হিসেবে বিরোধী জোটও দক্ষিণ থেকে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেয়। নানা নাম আলোচনায় এলেও শেষ পর্যন্ত অন্ধ্রপ্রদেশের প্রাক্তন বিচারপতি রেড্ডির নামেই সিলমোহর দেয় ‘ইন্ডিয়া’।
খড়্গের দাবি, সব শরিক দল এই সিদ্ধান্তকে সমর্থন করেছে। তাই ধর্মনিরপেক্ষ ও সাংবিধানিক মূল্যবোধের প্রতীক এক অরাজনৈতিক মুখকেই সামনে আনা হল। আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনে এভাবেই মতাদর্শগতভাবে বিজেপি-র মোকাবিলা করতে চাইছে বিরোধী জোট।