দেশ জুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুরু করতে চলেছে নির্বাচন কমিশন। প্রতিটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে কমিশন। জানানো হয়েছে, ৩০ সেপ্টেম্বরের মধ্যেই সমস্ত প্রস্তুতি শেষ করতে হবে।
দ্য হিন্দু-র রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি নয়াদিল্লিতে মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে এমন সিদ্ধান্ত নেয় কমিশনের কর্তারা। নির্দেশ দেওয়া হয়েছে, ১০-১৫ দিনের মধ্যেই রাজ্য ধরে ধরে চালু হবে এসআইআর। সেই অনুযায়ী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত প্রস্তুতি শেষ করার ডেডলাইন বেঁধে দিয়েছে কমিশন। পাশাপাশি, সিইও দফতরগুলিকে গতবারের পরিমার্জনের পর তৈরি হওয়া ভোটার তালিকাও প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
কমিশন জানিয়েছে, অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে বিভিন্ন রাজ্যে ধাপে ধাপে শুরু হবে ভোটার তালিকার বিশেষ পরিমার্জনের কাজ। পশ্চিমবঙ্গ, দিল্লি-সহ কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই শেষ এসআইআর-এর ভিত্তিতে তৈরি ভোটার তালিকা প্রকাশ হয়ে গিয়েছে। তবে যেসব রাজ্য এখনও তা করতে পারেনি, তাদের দ্রুত প্রস্তুতি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বাংলায় শেষবার এসআইআর হয়েছিল ২০০২ সালে, বিহারে ২০০৩ সালে, আর দিল্লি ও উত্তরাখণ্ডে হয়েছিল ২০০৬ ও ২০০৮ সালে। সম্প্রতি বিহারে নির্বাচন কমিশন এই কাজ শেষ করেছে এবং খসড়া ভোটার তালিকাও প্রকাশ হয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ১ অক্টোবর। বিষয়টি নিয়ে বর্তমানে সুপ্রিম কোর্টে মামলা চলছে। আদালত ইতিমধ্যেই আধার কার্ডকে ১২তম নথি হিসাবে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে। আগামী ৭ অক্টোবর এই মামলার চূড়ান্ত শুনানি হওয়ার কথা। তার আগেই কমিশনের তরফে আরও বড় ঘোষণা আসতে পারে বলে সূত্রের খবর।