কোলফিল্ড টাইমস: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রম দ্রুত সম্পন্ন করার উদ্দেশ্যে বুধবার থেকে দিল্লিতে শুরু হয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দুই দিনের বৈঠক। এই বৈঠকে উপস্থিত রয়েছেন দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)রা। বৈঠক পরিচালনা করছেন মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং দুই নির্বাচন কমিশনার এস.এস. সান্ধু ও বিবেক যোশী। বৈঠক চলবে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত।
নির্বাচন কমিশন মঙ্গলবার সব সিইওকে এই বৈঠকে যোগ দেওয়ার নির্দেশ দেয়। পাশাপাশি জানানো হয়, ভোটার তালিকার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ও যুগ্ম সিইওদেরও উপস্থিত থাকতে হবে। কমিশনের সূত্র অনুযায়ী, এসআইআর শুরুর আগে এটি দ্বিতীয় ও চূড়ান্ত প্রস্তুতি বৈঠক।
বিহারে ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী বছর এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরিতে বিধানসভা ভোটের সম্ভাবনা থাকায়, ওই রাজ্যগুলিতে দ্রুত এসআইআর সম্পন্ন করার দিকে জোর দিচ্ছে কমিশন।
সূত্রের খবর, এবার ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে কয়েকটি নতুন পদ্ধতি চালু হতে পারে। পাশাপাশি এসআইআর কার্যকর করতে রাজ্য প্রশাসনের সহযোগিতাও অপরিহার্য। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাই সংঘাত এড়িয়ে সমন্বয়ের মাধ্যমে কাজ এগিয়ে নিতে চায় কমিশন।
বৈঠকে পুরনো এসআইআর প্রকাশ, নতুন তালিকা প্রস্তুতির অগ্রগতি, জেলা ও বুথস্তরের আধিকারিকদের (ডিইও, ইআরও, এআরও, বিএলও) নিয়োগ ও প্রশিক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কমিশনের ডেপুটি ডিরেক্টর আর. পবন জানিয়েছেন, গত ১০ সেপ্টেম্বরের বৈঠকের ‘ফলো আপ’ হিসেবেই এই বৈঠক আয়োজন করা হয়েছে।
রাজ্যে সরকারি ছুটি শেষ হবে ২৮ অক্টোবর। মনে করা হচ্ছে, তার পরেই আনুষ্ঠানিকভাবে শুরু হতে পারে এসআইআর প্রক্রিয়া। তবে এই বৈঠক শেষে কমিশন কোনও বিজ্ঞপ্তি জারি করবে কি না, তা নিয়েই এখন জল্পনা চলছে।










