Home / খবর / শিল্প-বাণিজ্য / রেপো রেটে কাটছাঁট! ৫.৫০% থেকে কমে ৫.২৫%, সিদ্ধান্ত মানিটারি পলিসি কমিটির

রেপো রেটে কাটছাঁট! ৫.৫০% থেকে কমে ৫.২৫%, সিদ্ধান্ত মানিটারি পলিসি কমিটির

রেপো রেটে পরিবর্তন আনল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-র মনিটারি পলিসি কমিটি (এমপিসি)। চলতি বছরের শেষ বৈঠকের পর শুক্রবার গভর্নর সঞ্জয় মালহোত্রা ঘোষণা করেন, রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। এর ফলে রেপো রেট ৫.৫০ শতাংশ থেকে নেমে দাঁড়াল ৫.২৫ শতাংশে।

গত ৩ ডিসেম্বর (বুধবার) শুরু হয়েছিল এমপিসি-র বৈঠক। এ দিন বৈঠক শেষে রেপো রেট হ্রাসের সিদ্ধান্তে সিলমোহর পড়েছে।

এ বছরে এটি চতুর্থ দফায় সুদের হার কমানোর সিদ্ধান্ত। ফেব্রুয়ারি, এপ্রিল ও জুন— টানা তিন দফায় মোট ১০০ বেসিস পয়েন্ট কমানো হয়েছিল রেপো রেট। ডিসেম্বরের ২৫ বেসিস পয়েন্ট হ্রাস মিলিয়ে এ বছরে মোট ১.২৫ শতাংশ কমেছে রেপো রেট। বছরের শুরুতে যেখানে রেপো রেট ছিল ৬.৫০ শতাংশ, সেখানে চার দফার কাটছাঁটে তা নেমে এসেছে ৫.২৫ শতাংশে।

অক্টোবর ও আগস্ট মাসের এমপিসি বৈঠকে তবে রেপো রেটে কোনও পরিবর্তন হয়নি; নীতি-দৃষ্টিভঙ্গি ছিল ‘নিউট্রাল’। কিন্তু চলতি বছরে চাপা গতি পাওয়া অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে ডিসেম্বরে সুদের হার কমানোর সিদ্ধান্ত নিল আরবিআই।

রেপো রেট হল সেই সুদের হার, যার ভিত্তিতে কমার্শিয়াল ব্যাঙ্কগুলি আরবিআই-এর কাছ থেকে টাকা ধার নেয়। হার কমলে ব্যাঙ্কগুলি সস্তায় ঋণ পায়, ফলে গ্রাহকদের ঋণের সুদও কমার সম্ভাবনা থাকে— হোম লোন, গাড়ি লোন, পার্সোনাল লোন— সব ক্ষেত্রেই এর প্রভাব পড়তে পারে।

সুদের হার কমলে বিনিয়োগের প্রবণতা বাড়ে, শিল্প ও পরিকাঠামো খাতে খরচ বৃদ্ধি সহজ হয়। অর্থনীতিতে গতি ফেরাতে রেপো রেট কমানো কার্যকরী পদক্ষেপ হিসেবেই বিবেচিত হয়।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *