কোলফিল্ড টাইমস: বহুল প্রতীক্ষিত জিএসটি ২.০ সংস্কার কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে রবিবার বিকেলে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নতুন কর ব্যবস্থাকে আখ্যা দিলেন এক “সেভিংস ফেস্টিভ্যাল”, যা কোটি কোটি ভারতীয়ের উপকারে আসবে।
নবরাত্রির প্রাক্কালে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামীকাল থেকে শুরু হচ্ছে নবরাত্রি, শক্তির আরাধনার উৎসব। একই দিনে আত্মনির্ভর ভারতের পথে এক বড় পদক্ষেপ নিতে চলেছে দেশ। নবরাত্রির সঙ্গে সঙ্গে শুরু হবে জিএসটি সেভিংস ফেস্টিভ্যাল—আপনার সঞ্চয় বাড়বে, প্রিয় জিনিসপত্র কেনা হবে আরও সহজ।
প্রধানমন্ত্রী দাবি করেন, এই সংস্কারের ফলে দাম কমবে, ভোগ বাড়বে এবং গরিব, মধ্যবিত্ত, যুবসমাজ, মহিলারা ও ব্যবসায়ীরা সরাসরি উপকৃত হবেন। তিনি বলেন, এই সংস্কার ভারতের উন্নয়নের গতি বাড়াবে, ব্যবসার সহজীকরণে সাহায্য করবে, বিনিয়োগ টানবে এবং প্রতিটি রাজ্যকে জাতীয় উন্নয়নের সমান অংশীদার করবে।
২০১৭ সালে ঐতিহাসিক জিএসটি চালুর কথা স্মরণ করিয়ে মোদী বলেন, সেটি জটিল করব্যবস্থার পরিবর্তে একক করব্যবস্থা এনেছিল। তিনি যোগ করেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সময়ের সঙ্গে সঙ্গে নতুন পরিবর্তন জরুরি। জিএসটি ২.০-এর মাধ্যমে আমরা আধুনিক সময়ের চাহিদা মেটাতে পরবর্তী প্রজন্মের সংস্কার আনছি।
জিএসটি ২.০-তে ১২ শতাংশ ও ২৮ শতাংশ করের স্তর বাতিল করা হয়েছে। এখন থেকে কেবল ৫ শতাংশ ও ১৮ শতাংশ স্ল্যাব থাকবে, যা প্রায় সব পণ্য ও পরিষেবাকে কভার করবে। বিলাসবহুল ও তথাকথিত ‘সিন গুডস’-এর ওপর আগের মতোই বেশি হারে কর ধার্য থাকবে। কফি, ঘি, বিস্কুট, রান্নার তেলের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিস সস্তা হবে। গাড়ি ও মেডিক্যাল ইন্স্যুরেন্স প্রিমিয়ামের খরচও কমবে। উৎসবের মরসুমের আগে সংস্কার কার্যকর হওয়ায় বিক্রয় ও পরিষেবা বৃদ্ধি ও অর্থনীতিতে গতি আসবে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী আরও জানান, জিএসটি সংস্কারের পাশাপাশি চলতি বছরে ঘোষিত আয়কর ছাড়ের সুবিধা মিলিয়ে সাধারণ মানুষ প্রায় ২.৫ লক্ষ কোটি টাকা সাশ্রয় করবেন। তিনি বলেন, এটি প্রত্যেক পরিবারের জন্য দ্বিগুণ বোনাস।