কোলফিল্ড টাইমস: জুলাই মাসে ভারতে কয়লা আমদানি ১৬.৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ কোটি ১০ লাখ টনে। গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ২ কোটি ৫২ লাখ টন।
চলতি অর্থবর্ষের এপ্রিল-জুলাই সময়ে দেশের কয়লা আমদানি হয়েছে ৯ কোটি ৭৫ লাখ টন, যা গত বছরের একই সময়ে ছিল ১০ কোটি ৪ লাখ টন। তথ্য দিয়েছে এমজাংশন সার্ভিসেস, যা টাটা স্টিল ও সেল-এর যৌথ উদ্যোগে গড়ে ওঠা একটি বি২বি ই-কমার্স প্ল্যাটফর্ম।
এমজাংশনের এমডি ও সিইও বিনয়া ভার্মা বলেন, বর্ষাকালে চাহিদা কমে যাওয়া এবং পর্যাপ্ত মজুত থাকার কারণে আমদানি কমেছে। তবে সেপ্টেম্বরের শেষে উৎসবের মরসুম শুরু হওয়ার আগে চাহিদা বাড়বে বলে আশা করা হচ্ছে।
জুলাই মাসে মোট কয়লা আমদানির মধ্যে নন-কোকিং কয়লা এসেছে ১ কোটি ১৫ লাখ টন, যা গত বছর ছিল ১ কোটি ৬৫ লাখ টন। অন্যদিকে, কোকিং কয়লা আমদানি বেড়ে দাঁড়িয়েছে ৫৮ লাখ টন, যা গত অর্থবর্ষে ছিল ৪৮ লাখ টন।
এপ্রিল-জুলাই সময়ে নন-কোকিং কয়লা আমদানি হয়েছে ৬ কোটি ৬ লাখ টন, যা গত বছরের তুলনায় কম (৬ কোটি ৫৬ লাখ টন)। তবে কোকিং কয়লা আমদানি বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ২২ লাখ টন, যেখানে গত বছর একই সময়ে ছিল ২ কোটি ২ লাখ টন।
কয়লা মন্ত্রী জি কিষাণ রেড্ডি আগেই জানিয়েছিলেন, বর্ষাকালে দেশের কয়লার ঘাটতি হবে না। বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন খাতের চাহিদা মেটাতে সরকার পুরোপুরি প্রস্তুত।
সরকারের দাবি, তারা টেকসই বৃদ্ধি, কয়লার সহজলভ্যতা এবং আমদানির উপর নির্ভরতা কমাতে প্রতিশ্রুতিবদ্ধ। ইতিবাচক এই ধারার ফলে ভারতের উন্নয়নের পথে কয়লা খাত এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।