Home / খবর / শিল্প-বাণিজ্য / বিশ্বের দরবারে তুমুল আগ্রহ চিত্তরঞ্জনের ইঞ্জিনকে ঘিরে, নয়াদিল্লিতে আন্তর্জাতিক মেলায় দৃঢ় উপস্থিতি সিএলডব্লুর

বিশ্বের দরবারে তুমুল আগ্রহ চিত্তরঞ্জনের ইঞ্জিনকে ঘিরে, নয়াদিল্লিতে আন্তর্জাতিক মেলায় দৃঢ় উপস্থিতি সিএলডব্লুর

চিত্তরঞ্জন: আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দুর্দান্তভাবে নিজেদের তুলে ধরল চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা।

বিশ্বের উন্নত দেশগুলির সামনে সিএলডব্লুর প্রযুক্তিগত দক্ষতা এবং উদ্ভাবনী শক্তির প্রদর্শনী বিশেষ সাড়া ফেলেছে। ১৫ থেকে ১৭ অক্টোবর নতুন দিল্লির ভারত মণ্ডপে অনুষ্ঠিত ১৬-তম আন্তর্জাতিক রেলওয়ে যন্ত্রাংশ প্রদর্শনীতে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার প্রদর্শিত ডব্লিউ এ জি-৯ এইচ সি, ডব্লু এ পি-৫ পুশ পুল এ্যরোডায়নামিক এবং ডব্লু এ জি-৯ এইচ সি টুইন বৈদ্যুতিক ইঞ্জিন আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। আন্তর্জাতিক স্তরের এই মেলায় চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার ৭৫ বছরের গৌরবময় পথ চলার ইতিহাস অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রদর্শিত হয়।

এই কারখানা নিজস্ব উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে উচ্চমানের রেল ইঞ্জিন তৈরি করে “আত্মনির্ভর ভারত” স্লোগানকেও দৃঢ় করছে। এই মেলায় বিভিন্ন দিনে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার প্রদর্শনীতে উপস্থিত হয়েছিলেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান তথা সিইও সতীশ কুমার এবং সদস্য এইচ মালহোত্রা।

সিএলডব্লুর যন্ত্রাংশ এবং ইঞ্জিন বিশ্বের দরবারে তুলে ধরার জন্য ছিলেন চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ডিজাইন হরিশ মিত্তাল, জনসংযোগ আধিকারিক চিত্রসেন মন্ডল, উপ মহাপ্রবন্ধক উত্তম কুমার মাইতি, ডেপুটি সিএমএম কুমার পরমানন্দ, এস ই ই আশীষ কুমার, সুনীল কুমার প্রমুখ।

আন্তর্জাতিক এই মেলায় যোগ দিয়ে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা তার দক্ষতাকে তুলে ধরার পাশাপাশি নতুন ব্যবসায়িক সম্ভাবনার দিকটিতেও বিশেষ অগ্রগতি ঘটিয়েছে বলে সংস্থা সূত্রে জানা গেছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *