Home / খবর / শিল্প-বাণিজ্য / কোল ইন্ডিয়ার ডিরেক্টর (বিজনেস ডেভেলপমেন্ট) পদে দায়িত্বভার গ্রহণ করলেন আশিস কুমার

কোল ইন্ডিয়ার ডিরেক্টর (বিজনেস ডেভেলপমেন্ট) পদে দায়িত্বভার গ্রহণ করলেন আশিস কুমার

কোল ইন্ডিয়া লিমিটেডে (CIL) নতুন ডিরেক্টর (বিজনেস ডেভেলপমেন্ট) হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন আশিস কুমার। শুক্রবার তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব নিলেন। এর আগে তিনি কয়লা মন্ত্রকে অফিসার অন স্পেশাল ডিউটি (OSD) হিসেবে কর্মরত ছিলেন।

আশিস কুমার একজন অভিজ্ঞ খনি বিশেষজ্ঞ। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি খনি পরিচালনা, চুক্তি ব্যবস্থাপনা, ভিজিল্যান্স, নীতি প্রণয়ন, প্রকল্প তদারকি এবং কৌশলগত পরিকল্পনার মতো নানা ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছেন। ১৯৯৪ সালে সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেডে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং ট্রেইনি (মাইনিং) হিসেবে কয়েল ইন্ডিয়ায় যোগ দেন তিনি। তিনি আইএসএম ধানবাদ থেকে বি.টেক এবং বিটস মেসরা থেকে এমবিএ করেছেন।

কর্মজীবনে আশিস কুমারের উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে কোল গ্যাসিফিকেশন প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়া, ক্রিটিক্যাল মিনারেলস ব্যবসায় কয়েল ইন্ডিয়ার প্রবেশ নিশ্চিত করা এবং বৈশ্বিক অংশীদারিত্ব গড়ে তোলা।

২০২২ সালের জুলাই মাসে ডিরেক্টর (বিজনেস ডেভেলপমেন্ট) পদটি প্রথম তৈরি হয়েছিল। এছাড়াও তিনি ২০২১ সালে প্রতিষ্ঠিত CIL Navikarniya Urja Limited-এর ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন, যা নবীকরণযোগ্য জ্বালানি ক্ষেত্রে কোল ইন্ডিয়ার প্রবেশ নিশ্চিত করেছে।

কোল ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, আশিস কুমার কোম্পানির ক্রিটিক্যাল মিনারেলস ব্যবসা, দেশীয় ও আন্তর্জাতিক স্তরে, সফলভাবে নেতৃত্ব দিয়েছেন এবং কোম্পানির বহুমুখীকরণ নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *