Home / খবর / শিল্প-বাণিজ্য / মাত্র ১৪৮টি কাজের দিনে ৪০০ বৈদ্যুতিক রেল ইঞ্জিন, সেপ্টেম্বর অবিশ্বাস্য রেকর্ড সিএলডব্লুর

মাত্র ১৪৮টি কাজের দিনে ৪০০ বৈদ্যুতিক রেল ইঞ্জিন, সেপ্টেম্বর অবিশ্বাস্য রেকর্ড সিএলডব্লুর

চিত্তরঞ্জন : অবিশ্বাস্য রেকর্ডের অধিকারী হল চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত যে রেকর্ড কখনো স্পর্শ করা যায়নি। মাত্র ১৪৮টি কাজের দিনে উৎপাদিত হল ৪০০ বৈদ্যুতিক রেল ইঞ্জিন।

চলতি ২০২৫- ২৬ অর্থবর্ষে ৪০০তম ইঞ্জিনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হল ২৫ সেপ্টেম্বর। তবে, এই ৪০০ ইঞ্জিনের মধ্যে ১০০টি ইঞ্জিন উৎপাদিত হয়েছে সিএলডব্লুর ডানকুনি বিভাগে। সংস্থার জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি অর্থবর্ষে ৪০০ ইঞ্জিন উৎপাদিত হয়েছে, গত আর্থিক বছরের তুলনায় ৪৫ দিন আগেই। উল্লেখ্য, রেলওয়ে বোর্ড সিএলডব্লুকে চলতি অর্থবর্ষে ৭৭৭ টি ইঞ্জিন উৎপাদনের লক্ষ্যমাত্রা দিয়েছে। কিন্তু উৎপাদনের এই ধারা বজায় থাকলে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা থেকে লক্ষ্যমাত্রারও বেশি ইঞ্জিন উৎপাদন সম্ভব হবে বলে সংস্থার প্রেস বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়েছে।

অবিশ্বাস্য এই সাফল্যের জন্য টিম সিএলডব্লুকে শুভেচ্ছা জানিয়েছেন জেনারেল ম্যানেজার বিজয় কুমার।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *