কোলফিল্ড টাইমস: পার্ক স্ট্রিটের এক অভিজাত হোটেলে বক্স খাটের ভিতর থেকে এক যুবকের দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে রফি আহমেদ কিদওয়াই রোডের ওই হোটেলে ঘটনাটি ঘটে।
সূত্রের খবর, শুক্রবার সকালে কয়েকজন অতিথি ওই হোটেলের একটি রুমে চেক ইন করেন। রুমে ঢুকতেই তাঁরা তীব্র দুর্গন্ধ পান। বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানানো হলে ঘরটি ফের পরিষ্কার করা হয় এবং রুম ফ্রেশনার স্প্রে করা হয়। কিন্তু দুর্গন্ধ না যাওয়ায় ফের হোটেল কর্মীদের ডাকা হয়। তাঁরা রুমটি খতিয়ে দেখতে গিয়ে কৌতুহলবশত বক্স খাট খুলতেই দেখা যায়, ভিতরে রয়েছে এক যুবকের দেহ।
হোটেল কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
হোটেল সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ২২ তারিখে ওই রুমটি বুক করা হয়েছিল। যুবকের সঙ্গে আরও কয়েকজন ছিলেন, তবে তাঁর নামে রেজিস্ট্রেশন করা হয়নি। পরের দিন থেকেই যুবককে দেখা যাচ্ছিল না।
পুলিশের প্রাথমিক অনুমান, রুমটি বুক করার দিনই যুবককে খুন করা হয়ে থাকতে পারে। তবে খুন কি না, তা নিশ্চিত হবে ময়নাতদন্তের রিপোর্ট এলে। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।










