কোলফিল্ড টাইমস: হাওয়া অফিসের পূর্বাভাস মতোই নভেম্বরের শুরুতেই বদলাতে শুরু করেছে আবহাওয়া। দ্বিতীয় সপ্তাহে পা দিতেই কার্যত ঝোড়ো ব্যাটিং শুরু করল শীত। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রিতে—এ মরশুমে এটাই এখন পর্যন্ত সবচেয়ে কম। পশ্চিমের জেলাগুলিতে পারদ নেমেছে ১৪ ডিগ্রিতে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি হারাচ্ছে। বর্তমানে দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, আরেকটি রয়েছে উত্তর তামিলনাড়ু সংলগ্ন অঞ্চলে। এর প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রার পতন লক্ষ্য করা যাচ্ছে।
সকাল ও রাতে এখন স্পষ্টভাবে অনুভূত হচ্ছে শীতের ছোঁয়া। ভোরে পথঘাট ঢেকে যাচ্ছে হালকা কুয়াশায়। তবে বেলা বাড়তেই আবার বাড়ছে আদ্রর্তাজনিত অস্বস্তি। জেলার দিকে তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নেমে গিয়েছে।
বুধবার সকালে কলকাতা ঢেকে যায় কুয়াশার চাদরে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এতটা তাপমাত্রা পতন বিরল বলেই জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ নেমেছে ১৪ ডিগ্রির ঘরে, ফলে সকাল-সন্ধ্যায় জবুথবু অবস্থা বাসিন্দাদের।
উত্তরবঙ্গেও সকালের দিকে কুয়াশার প্রভাব স্পষ্ট। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ঘন কুয়াশা দেখা যেতে পারে। যদিও আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, শুষ্কই থাকবে আবহাওয়া। আগামী পাঁচ দিনে তাপমাত্রায় বড় পরিবর্তনের আশঙ্কা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর।










