Home / খবর / জেলায় জেলায় / বার্নপুরে সেল চেয়ারম্যানের সাক্ষাতে বিজেপি নেতা, ইস্কো কারখানার শ্রমিক স্বার্থ নিয়ে কথা, সিএমও নিয়োগের আবেদন

বার্নপুরে সেল চেয়ারম্যানের সাক্ষাতে বিজেপি নেতা, ইস্কো কারখানার শ্রমিক স্বার্থ নিয়ে কথা, সিএমও নিয়োগের আবেদন

বার্নপুর : সেলের চেয়ারম্যান অমরেন্দু প্রকাশ শনিবার বার্নপুর সেল আইএসপি বা ইস্কো কারখানা ( ইস্কো স্টিল প্ল্যান্ট) পরিদর্শন আসেন।

তিনি প্ল্যান্ট পরিদর্শনের পর বেশ কয়েকটি বৈঠকে যোগ দেন। যেখানে তিনি সেল আইএসপির সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্প সম্পর্কে ঊর্ধ্বতন আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন।

তার মধ্যে, তিনি বেশ কয়েকজন জনপ্রতিনিধির সাথেও দেখা করেন। তার মধ্যে ছিলেন বিজেপি রাজ্য নেতা পবন কুমার সিং। তিনি সেলের চেয়ারম্যান অমরেন্দু প্রকাশকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

পরে এক আলোচনায় তিনি সেলের চেয়ারম্যানকে স্থানীয় শ্রমিকদের দাবি সম্পর্কে অবহিত করেন। যার মধ্যে আইএসপি কর্মীদের ৩৯ মাসের বকেয়া বেতন, উন্নত আবাসন ও নাগরিক সুযোগ-সুবিধা, আধুনিকীকরণ প্রকল্পে স্থানীয় যুবকদের অগ্রাধিকার দেওয়া, বার্নপুর হাসপাতালে চিকিৎসা সুবিধা উন্নত করা এবং হাসপাতালে অবিলম্বে একজন সিএমও নিয়োগের বিষয়টি রয়েছে।

এরপর পবন কুমার সিং বলেন, সেলের চেয়ারম্যান ইতিমধ্যেই অনেক দাবি সম্পর্কে অবগত হয়েছেন। তিনি সেল আইএসপির আধুনিকীকরণ প্রকল্পের সুষ্ঠু সমাপ্তি নিশ্চিত করার দিকে জোর দিয়েছেন। আমি তাকে বেশ কিছু দাবি নিয়ে অবহিত করেছি।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *