সালানপুর : আবারও কর্মী আন্দোলনের জেরে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ হয়ে রইল ডাবর কোলিয়ারি। এদিন শ্রমিকরা তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের নেতা দীনেশ লাল শ্রীবাস্তবের নেতৃত্বে ইসিএল সালানপুর এরিয়ার অন্তর্ভুক্ত এই কয়লা খনিতে বিক্ষোভে সামিল হন।
মূলত কোলিয়ারির এজেন্ট দীনেশ প্রসাদের দুর্ব্যবহারের বিরুদ্ধে এবং তাঁকে অন্যত্র বদলি করার দাবিতে শ্রমিকরা আন্দোলনে নামেন। পাশাপাশি, প্রমোশন সহ আরও একাধিক দাবি নিয়ে তাঁরা ডাবর কোলিয়ারি কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখান।
শ্রমিক নেতা দীনেশ লাল শ্রীবাস্তব জানান, ডাবর কোলিয়ারি খনি কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের আলোচনা হয়েছে। খনি কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন যে আগামী ২০ দিনের মধ্যে এজেন্ট দীনেশ প্রসাদকে বদলি করা হবে। এছাড়াও, কর্মীদের আটকে থাকা প্রমোশন প্রক্রিয়া আগামী ২-৩ দিনের মধ্যেই শুরু হবে বলেও তিনি জানান।
বিশেষ সূত্রে খবর, ওই এজেন্টের বিরুদ্ধে ২৩ জন উচ্চপদস্থ আধিকারিক লিখিতভাবে অভিযোগ জানিয়ে ইতিমধ্যেই ইসিএল-এর সিএমডির কাছে অভিযোগপত্র জমা দিয়েছেন। শ্রমিকদের অভিযোগ, প্রতিদিনই শ্রমিক ও আধিকারিকদের প্রতি এজেন্টের দুর্ব্যবহার বৃদ্ধি পাচ্ছে।
এজেন্ট দীনেশ প্রসাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
তবে দীনেশ লাল শ্রীবাস্তব হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি নির্ধারিত সময়ের মধ্যে ইসিএল কর্তৃপক্ষ এজেন্টকে ট্রান্সফার না করেন, তবে শ্রমিকরা আবারও বৃহত্তর আন্দোলনে নামবেন।










