কোলফিল্ড টাইমস: প্রকাশিত হল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) দ্বিতীয় এসএলএসটি (একাদশ-দ্বাদশ) পর্যায়ের ফলাফল। শুক্রবার, ৭ নভেম্বর সন্ধ্যা থেকে এসএসসি-র সরকারি ওয়েবসাইটে দেখা যাচ্ছে ফল। এই পর্যায়ে মোট ১২,৫১৪টি শূন্যপদের জন্য ফল ঘোষণা করা হয়েছে।
চলতি বছরের ১৪ সেপ্টেম্বর এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে ২,২৯,৬০৬ জন প্রার্থী অংশগ্রহণ করেছিলেন। রাজ্যজুড়ে ৪৭৮টি কেন্দ্রে পরীক্ষা হয়েছিল। ৬০ নম্বরের এই লিখিত পরীক্ষা মূলত সরকার পোষিত উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলে সহশিক্ষক নিয়োগের উদ্দেশ্যে নেওয়া হয়েছিল।
২০১৬ সালের এসএসসি নিয়োগে অনিয়মের অভিযোগের জেরে সেই বছরের প্যানেল বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। এর ফলে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। আদালতের নির্দেশে সেই ‘দাগি’ প্রার্থীদের আলাদা তালিকা তৈরি করে এসএসসি। এরপর নতুন করে নিয়োগ পরীক্ষা নেওয়া হয়। সেই পুরনো প্রার্থীদের অনেকেই এবার আবার পরীক্ষায় অংশ নেন। ফলে এই ফলাফলই নির্ধারণ করবে তাঁদের মধ্যে কতজন ফের চাকরি ফিরে পাচ্ছেন।
সূত্রের খবর, এবার ইন্টারভিউ বা সাক্ষাৎকার পর্ব অঞ্চলভিত্তিকভাবে হবে। প্রার্থীদের যাবতীয় নথি যাচাই করা হবে এসএসসি-র অফিসে। নথিপত্র যাচাইয়ের পরই শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া। জানা গিয়েছে, আসন্ন দিনগুলিতে নবম-দশম শ্রেণির নিয়োগ পরীক্ষার ফলও প্রকাশ করতে চলেছে এসএসসি।










