Home / খবর / রাজ্য / তিন দিনে রাজ্যে দুই কোটিরও বেশি এনুমারেশন ফর্ম বিলি, এজেন্ট সংখ্যায় শীর্ষে বিজেপি

তিন দিনে রাজ্যে দুই কোটিরও বেশি এনুমারেশন ফর্ম বিলি, এজেন্ট সংখ্যায় শীর্ষে বিজেপি

ছবি: রাজীব বসু

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া শুরু হওয়ার তিন দিনের মধ্যেই বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও) দুই কোটিরও বেশি এনুমারেশন ফর্ম বিলি করেছেন। কমিশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত রাজ্যে মোট ২.০১ কোটি ফর্ম বিলি হয়েছে। একইসঙ্গে বৃহস্পতিবার থেকে অনলাইন ফর্ম পূরণের প্রক্রিয়াও আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।

৪ নভেম্বর থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। বুথ স্তরের আধিকারিকেরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে কমিশনের অ্যাপে আপলোড করছেন। এদিকে, এসআইআর-এর কাজে বিএলওদের সহযোগিতা করছেন বুথ স্তরের এজেন্টরা (বিএলএ), যারা ভোটারদের ফর্ম পূরণে সাহায্য করছেন।

তৃতীয় দিন পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি এজেন্ট দিয়েছে বিজেপি— মোট ৩৭,৭০০ জন। তার পরেই রয়েছে তৃণমূল কংগ্রেস, তাদের এজেন্ট সংখ্যা ৩৫,৩৬৪ জন। সিপিএম দিয়েছে ২৯,১৬০ জন, কংগ্রেস ৬,৯৯৯ জন এবং ফরওয়ার্ড ব্লক ১,২২৫ জন এজেন্ট নিয়োগ করেছে। মাত্র একদিনে তৃণমূলের এজেন্ট সংখ্যা প্রায় ৮ হাজার বেড়েছে। কমিশন সূত্রে অনুমান, আগামী দিনে বিএলএদের সংখ্যা আরও বাড়তে পারে।

যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইন ফর্ম পূরণের সুবিধা চালু করেছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইট ও কমিশনের নির্দিষ্ট অ্যাপে এনুমারেশন ফর্ম পাওয়া যাচ্ছে, যা অনলাইনেই পূরণ ও জমা দেওয়া সম্ভব। প্রথম দিন থেকেই এই ব্যবস্থা চালুর কথা থাকলেও প্রযুক্তিগত সমস্যার কারণে বিলম্ব হয়। বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে পোর্টালটি চালু হয়েছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *