Home / খবর / জেলায় জেলায় / বারুইপুরে ১৬তম বর্ষের মিলন মেলার উদ্বোধন করলেন বিমান বন্দ্যোপাধ্যায় ও সায়নী ঘোষ

বারুইপুরে ১৬তম বর্ষের মিলন মেলার উদ্বোধন করলেন বিমান বন্দ্যোপাধ্যায় ও সায়নী ঘোষ

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর : শীতের আগমনী হাওয়ায় বারুইপুরে শুরু হয়ে গেল উৎসবের আমেজ। বুধবার বারুইপুর নিউ ইন্ডিয়ান মাঠে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল ১৬তম বর্ষের মিলন মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ, বারুইপুর পৌরসভার চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার দাস, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, পৌরসভার একাধিক কাউন্সিলর এবং মেলা কমিটির সদস্য মোহন সরকার, সঞ্জীব সরকার প্রমুখ।

বিমান বন্দ্যোপাধ্যায় ও সায়নী ঘোষ প্রদীপ জ্বালিয়ে মেলার শুভ সূচনা করেন। এক মাসব্যাপী এই মেলায় থাকছে শতাধিক স্টল, বিভিন্ন রাইড এবং এবারের বিশেষ আকর্ষণ ‘জলপরী শো’।

উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ সায়নী ঘোষ বলেন, “কলকাতার পর এই মেলা বারুইপুরে সবচেয়ে বড় আয়োজন। মিলন মেলার মাধ্যমে আমরা অতীতের ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুনভাবে খুঁজে পাই। সবাইকে আহ্বান জানাই এই মেলায় আসার জন্য।”

বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মিলন মেলার সাফল্য কামনা করে বলেন, “এই মেলা শুধু বিনোদনের ক্ষেত্র নয়, এটি মানুষের মিলনক্ষেত্রও।”

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *