Home / খবর / দেশ / সফলভাবে উৎক্ষেপণ করা হল ইসরোর তৈরি নতুন কৃত্রিম উপগ্রহ ‘সিএমএস-০৩’

সফলভাবে উৎক্ষেপণ করা হল ইসরোর তৈরি নতুন কৃত্রিম উপগ্রহ ‘সিএমএস-০৩’

অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে রবিবার বিকেল ৫টা ২৬ মিনিটে সফলভাবে উৎক্ষেপণ করা হল ইসরোর তৈরি নতুন কৃত্রিম উপগ্রহ ‘সিএমএস-০৩’। নির্ধারিত সময়েই এলভিএম৩-এম৫ রকেটের মাধ্যমে মহাকাশের উদ্দেশে রওনা দেয় ৪,৪১০ কেজি ওজনের এই ভারী উপগ্রহটি। এটি প্রতিস্থাপিত হবে জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিটে (জিটিও)।

এটি ভারতের মাটি থেকে উৎক্ষেপিত সবচেয়ে ভারী কৃত্রিম উপগ্রহ। এর আগে ২০১৮ সালে ইসরো ৫,৮৫৪ কেজি ওজনের জিস্যাট-১১ পাঠিয়েছিল, তবে সেটি উৎক্ষেপণ করা হয়েছিল ফরাসি ভূখণ্ড ফ্রেঞ্চ গুয়ানার কোউরু থেকে, ফরাসি সংস্থা এরিয়ানস্পেসের সহায়তায়।

এ বার পুরোপুরি দেশীয় প্রযুক্তিতে তৈরি এলভিএম৩ রকেটের সাহায্যে ভারী উপগ্রহ মহাকাশে পাঠাল ইসরো। এই রকেটটির উচ্চতা প্রায় ৪৩.৫ মিটার, এবং এটি ভারী পে-লোড বহনে সক্ষম হওয়ায় বিজ্ঞানীরা একে স্নেহভরে নাম দিয়েছেন ‘বাহুবলী’।

এলভিএম৩ রকেটের এটি পঞ্চম সংস্করণ। চার হাজার কেজিরও বেশি ওজনের কৃত্রিম উপগ্রহকে তুলনামূলক কম খরচে জিটিও কক্ষপথে পৌঁছে দিতে সক্ষম এই রকেটটি।

সিএমএস-০৩ মূলত একটি বহুমাত্রিক যোগাযোগ উপগ্রহ, যা ভারতীয় ভূখণ্ড ছাড়াও ভারত মহাসাগরীয় অঞ্চলে স্যাটেলাইট যোগাযোগ পরিষেবা প্রদান করবে। যদিও ইসরোর তরফে আনুষ্ঠানিকভাবে কিছু না জানানো হলেও, সূত্রের খবর, উপগ্রহটি সামরিক নজরদারি এবং নিরাপত্তা পর্যবেক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

ইসরোর এই সফল উৎক্ষেপণ ভারতের মহাকাশ অভিযানে আর এক নতুন অধ্যায় যোগ করল — দেশীয় প্রযুক্তির শক্তি ও সক্ষমতার প্রতীক হয়ে উঠল ‘সিএমএস-০৩’।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *